Ashwini Vaishnaw: বৃহত্তম সল্ট লেকের মধ্য দিয়ে ছুটছে ট্রেন, ভিডিয়ো দেখালেন রেলমন্ত্রী

ভারতের লাইফলাইন বলা হয় ভারতীয় রেল পরিষেবাকে। আর এই লাইফলাইনের একাধিক আপডেট প্রায়শই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর শেয়ার করা ভারতের বিভিন্ন রেলওয়ে স্টেশন, স্টেশনে কিংবা স্টেশনের বাইরে দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচলের আকর্ষণীয় ছবি এবং ভিডিয়োর মধ্যে সম্প্রতি সম্ভার লেকের একটি মুহূর্ত বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিয়ো ক্লিপের ওয়াটারমার্ক অনুসারে, ভিডিয়োটি ট্র্যাভেল ফটোগ্রাফার রাজ মোহন তুলেছেন। এরিয়াল ফটোগ্রাফির জন্য পরিচিত তিনি।

বুধবার, X-এ রাজস্থানের সম্ভার লেকের পাশ দিয়ে ট্রেন যাওয়ার একটি দর্শনীয় বায়বীয় মুহূর্ত শেয়ার করেন মন্ত্রী। আর এরইমধ্যে এই ভিডিয়োটি ১৮২,০০০ বার দেখা হয়েছে এবং ১০,০০০ লাইকও পেয়েছে৷ আসলে, এই ভিডিয়োটি দারুণ লেগেছে নেটিজেনদের। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘সুন্দর! আগে আমরা এমন দৃশ্য এবং ভিডিও শুধু ইউরোপেই দেখতাম! এখন আমাদের দেশে দেখতে পেরে গর্বিত!’ অন্য একজন বলেছেন, ‘সুরম্য এবং শান্ত!’ তৃতীয় জন ব্যবহারকারী বলেছেন, ‘ট্রেনে বসে ভ্রমণের জন্য সবচেয়ে সুন্দর জায়গা।’

  • ভারতের এই বৃহত্তম লবনাক্ত হ্রদ কোথায় অবস্থিত

সম্ভার সল্ট লেক, ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ, পূর্ব-মধ্য রাজস্থানে অবস্থিত। প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি লুকানো রত্নই বটে। লবণের চাদর, যা দূর থেকে বরফের মতো দেখায়। শীতকালের এই হ্রদের জল নজরে আসে, যা সাধারণত গ্রীষ্ম কাল এলেই শুকিয়ে যায়।

ব্রিটানিকার মতে, ঐতিহ্যগতভাবে এই হ্রদটি ষষ্ঠ শতাব্দীতে দেবী শাকম্বরী তৈরি করেছিলেন বলে জানা যায়। শিবের সহধর্মিণী দুর্গার একটি রূপ হলেন শাকম্বরী। এই হ্রদের লবণ প্ৰথমে মুঘল রাজবংশ এবং পরবর্তীতে জয়পুর এবং যোধপুর রাজ্যের যৌথ মালিকানাধীন ছিল।

এই প্রথম নয়, অশ্বিনী বৈষ্ণব প্রায়শই প্রায়ই একাধিক মজার ভিডিও এবং ছবি শেয়ার করেন। এর আগেও, তিনি তুষারময় মনোরম পাহাড়ি স্টেশনগুলির অনেক ছবিই শেয়ার করেছিলেন এক্স-এ।

কয়েকদিন আগেই, মন্ত্রী কাশ্মীরের একটি আশ্চর্যজনক ট্রেনের ভিডিয়ো শেয়ার করেছিলেন। ক্লিপটিতে দেখা গিয়েছিল, কাশ্মীর উপত্যকায় তুষার আচ্ছাদিত লাইন দিয়ে ছুটে চলেছে ট্রেন। ক্রমাগত তুষারপাতের কারণে ট্রেনটি দ্রুত গতিতেই চলছিল। রেলমন্ত্রী ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, ‘কাশ্মীরের উপত্যকায় তুষারপাত!’ ট্রেনের এই অত্যাশ্চর্য সুন্দর দৃশ্যটি বারামুল্লা-বানিহাল বিভাগে রেকর্ড করা হয়েছিল বলেও জানিয়েছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।