De Villiers On Ishan Kishan:

নয়াদিল্লি: ঈশান কিষাণের আন্তর্জাতিক মঞ্চে অনুপস্থিতি নিয়ে জলঘোলা অব্যাহত। নভেম্বর মাসে ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার আন্তর্জাতিক মঞ্চে দেখা গিয়েছিল ঈশান কিষাণকে (Ishan Kishan)। তারপর সম্প্রতি তাঁর অনুশীলনে ফেরার খবর শোনা গেলেও, তিনি কবে মাঠে ফিরবেন সেই নিয়ে কোনও নিশ্চয়তা নেই। এবার কিষাণের পাশে দাঁড়ালেন কিংবদন্তি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)।

এবিডির মতে এমন পরিস্থিতিতে তাঁকেও কেরিয়ারের শেষের দিকে পড়তে হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলের মতো না না ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে ক্রিকেটারদের ব্যস্ত সূচি ম্যানেজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ বলেই জানান ডিভিলিয়ার্স। নিজের চ্যানেলে তিনি বলেন, ‘ঈশান ভুল করছে, না বাকি খেলোয়াড়রা যেটা করছে সেটা ঠিক, সেইসব বিষয়ে নিয়ে আমি কিছু বলব না, সেটা আমি জানি না। তবে নিজেদের মধ্যে কথোপকথনের মাধ্যমে স্পষ্ট বোঝাপড়াটা খুবই প্রয়োজনীয়। কেরিয়ারের শেষের দিকে আমারও নিজের সময় বার করা, সবটা ম্যানেজ করা খুবই চাপের হচ্ছিল।’

ঈশান কিষাণ জাতীয় দলের হয়ে তো সাম্প্রতিক সময়ে খেলেনইনি। ঘরোয়া ক্রিকেটে ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ট্রফি ম্যাচ খেলা থেকেও নিজেকে বিরত রেখেছেন তারকা কিপার-ব্যাটার। গোটা ঘটনায় বিরক্ত বিসিসিআই এবার এক নোটিস জারি করতে চলেছে বলে খবর। সেই নোটিস অনুযায়ী আহত নন, এমন সকল ক্রিকেটারের রঞ্জি ট্রফিতে অংশগ্রহণ বাধ্যতামূলক। সেই ব়িপোর্টেই দাবি করা হয়েছে কয়েকজন ক্রিকেটার ইতিমধ্যেই ‘আইপিএল মোড’-এ চলে গিয়েছেন, যা বোর্ড একেবারেই ভাল চোখে দেখছে না।

শোনা যাচ্ছে ঈশান আইপিএলের আগেই মাঠে ফিরতে চলেছেন। তিনি ডিওয়াই পাতিল টুর্নামেন্টের মাধ্যমে ক্রিকেটে ফিরতে চলেছেন। ২৫ বছর বয়সি তারকা ক্রিকেটার আইপিএলে মাঠে নামার আগে এই টুর্নামেন্টকেই কামব্যাকের মঞ্চ হিসাবে বেছে নিচ্ছেন। অবশ্য় অনুশীলনে তিনি বেশ কয়েকদিন আগেই ফিরেছেন। গত সপ্তাহেই ঈশানের অনুশীলনে ফেরার খবর সামনে আসে। তিনি বঢোদরায় রিলায়েন্স স্টেডিয়ামে অনুশীলন সারছিলেন বলে খবর। তিনি একা নন, সেখানে তাঁর মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হার্দিক পাণ্ড্য এবং হার্দিকের দাদা ক্রণালকেও ঈশানের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছিল। এবার ২২ গজে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তিনি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে, বড় আপডেট দিলেন বোর্ড সচিব