EZCC Recruitment: বহাল থাকল ধনখড়ের করা নিয়োগ, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করল ডিভিশন বেঞ্চ

তখন তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল। বর্তমানে তিনিই দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাঁর করা একটি নিয়োগ নিয়ে মামলা হয়েছিল। আসলে পূর্বাঞ্চলীয় কালচারাল সেন্টারের ডিরেক্টর পদে আশিস গিরি নামে এক ব্যক্তিকে নিয়োগ করার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল তৎকালীন রাজ্যপাল  ধনখড়ের। এদিকে কলকাতা হাইকোর্ট সেই নিয়োগ খারিজ করে দিয়েছিল। তবে সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশ বাতিল করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট জানিয়ে দিয়েছে, আগের নিয়োগ যেমন ছিল সেটাই বহাল থাকবে।

প্রসঙ্গত পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলেন সংশ্লিষ্ট রাজ্যে থাকা ইজেডসিসির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। চেয়ারম্য়ান হিসাবেই তৎকালীন সময় ধনখড় এই নিয়োগ প্রক্রিয়ায় ছিলেন। 

এই নিয়োগের ক্ষেত্রে অনিয়ম হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এনিয়ে মামলা হয়। এরপর হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এনিয়ে রায় দেয়। বিচারপতি লপিতা গঙ্গোপাধ্য়ায়ের সিঙ্গল বেঞ্চ এই নিয়োগ কার্যত খারিজ করে দিল। তবে শেষ পর্যন্ত এবার ডিভিশন বেঞ্চে কিছুটা হলেও স্বস্তি মিলল।  বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ভিএম ভেলুমানির ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের আগের রায় বাতিল করে দিয়েছে। সেক্ষেত্রে বহাল থাকল আগের নিয়োগ। আদালতের পর্যবেক্ষণ নির্দিষ্ট ধারা অনুসারে রাজ্যপালের নিয়োগ বাতিল করা যায় না। আবার সেই নিয়োগ খারিজও করা যায় না।  

দেখা গিয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ হয়েছিল। ইন্টারভিউয়ের মাধ্য়মে তিনজনকে বাছাই করা হয়েছিল। তার মধ্যে একজনকে কার্যত নিয়ম মেনে নিয়োগপত্র দেওয়া হয়। তিনজনের নাম সংস্কৃতি মন্ত্রকের কাছে পাঠিয়েছিলেন। তারপর সেখান থেকে একটি নামকে বেছে নেওয়া হয়েছিল বলে খবর।