Farmers protest: ‘ওঁরা অপরাধী নয়!’ কৃষক অন্দোলনের পাশে থেকে বললেন স্বামীনাথনের মেয়ে

উন্নয়নমূলক অর্থনীতিবিদ এবং কৃষি বিজ্ঞানী এমএস স্বামীনাথনের মেয়ে মধুরা স্বামীনাথন মঙ্গলবার বলেছেন যে ভারতীয় কৃষকরা “আমাদের অন্নদাতা” এবং তাদের সাথে অপরাধীর মতো আচরণ করা যায় না।

 তাঁর বাবাকে মরণোত্তর ভারতরত্ন প্রদান উপলক্ষে দিল্লির পুসায় ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট (আইএআরআই) আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মধুরা বলেন, এমএস স্বামীনাথনকে সম্মান জানাতে কৃষকদেরও সম্মান করা উচিত।

তিনি বলেন,’পঞ্জাবের কৃষকরা আজ দিল্লির দিকে মিছিল করছেন। আমি বিশ্বাস করি, সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী হরিয়ানায় তাদের জন্য কারাগার প্রস্তুত করা হচ্ছে, সেখানে ব্যারিকেড রয়েছে, তাদের প্রতিরোধের জন্য সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে। ওঁরা কৃষক, ওরা অপরাধী নয়।’

কেন্দ্রীয় মন্ত্রীদের একটি দলের সঙ্গে অসমাপ্ত আলোচনার পর মঙ্গলবার কৃষকরা দিল্লির দিকে পদযাত্রা শুরু করেন। সংযুক্ত কিষাণ মোর্চা (অরাজনৈতিক) এবং কিষাণ মজদুর মোর্চা কৃষকদের দিল্লি যাওয়ার দৃঢ় সংকল্প ঘোষণা করে, কেন্দ্রকে তাদের অভিযোগ সমাধানের জন্য অনুরোধ করার প্রচেষ্টা জোরদার করে।

আরও পড়ুন। ‘পাশবিক বল প্রয়োগ সরকারের’ অভিযোগ কৃষকদের, মমতার ‘পথ’ অনুসরণের বার্তা সিধুর

প্রসঙ্গত, কৃষকদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা, স্বামীনাথন কমিশনের সুপারিশ বাস্তবায়ন, কৃষক ও খেতমজুরদের জন্য পেনশনের সংস্থান, কৃষিঋণ মকুব, পুলিশ মামলার নিষ্পত্তি, লখিমপুর খেরি হিংসায় ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার সহ বিভিন্ন বিষয়। ২০১৩ সালের জমি অধিগ্রহণ আইন পুনর্বহাল, বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে প্রত্যাহার, পূর্ববর্তী বিক্ষোভে মৃত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং আরও অনেক কিছু।

তিনি আরও বলেন, “আমি আপনাদের সকলকে, ভারতের শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের অনুরোধ করছি, আমাদের অন্নদাতাদের সাথে আমাদের কথা বলতে হবে, আমরা তাদের অপরাধী হিসাবে আচরণ করতে পারি না। আমাদের সমাধান খুঁজতে হবে। এই আমার অনুরোধ। আমি মনে করি আমাদের যদি ভবিষ্যতের জন্য আমরা যে কৌশল পরিকল্পনা করছি তাতে আমাদের কৃষকদের আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে এবং এমএস স্বামীনাথনকে সম্মান জানাতে হবে।

মধুরা বেঙ্গালুরুর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ইকোনমিক অ্যানালিসিস ইউনিটের প্রধান।

মঙ্গলবার এক্স-এ একটি পোস্টে, মধুরা ২০২১ সালের নভেম্বর থেকে এমএস স্বামীনাথনের প্রকাশিত একটি বিবৃতি শেয়ার করেছেন, যেখানে তিনি তিনটি বিতর্কিত কৃষি আইন বাতিল করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করেছেন।

তাঁর আরেক মেয়ে এম এস স্বামীনাথন এবং ডব্লিউএইচও’র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথনও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।