HS 2024: উচ্চমাধ্যমিকে মোবাইল ফোন ধরা পড়লেই একবছর পরীক্ষা বাতিল, ভুল করে কেউ নিয়ে গেলে কী করবেন জেনে নিন

মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচ। এই দুটি ডিভাইস নিয়ে কোনওভাবেই উচ্চমাধ্য়মিকের পরীক্ষাকেন্দ্রে যাওয়া যাবে না। সমস্ত ডিএসি মেম্বার, সেন্টার ইন চার্জ, সেন্টার সেক্রেটারিজ, ভেনু সুপারভাইজার, কাউন্সিল নমিনি, ইনভিজিলেটর সহ সংশ্লিষ্ট সকলের কাছে এই নির্দেশ পাঠানো  হচ্ছে।

কী আছে ১৪ ফেব্রুয়ারির সেই নির্দেশে?

সেখানে বলা হয়েছে,  কোনও পরিক্ষার্থী যদি মোবাইল ফোন নিয়ে ধরা পড়েন পরীক্ষাকেন্দ্রের ভেতর, ভেনু চত্বরে তবে তার গোটা পরীক্ষা বাতিল এক বছরের জন্য। বাকি দিনগুলিতে পরীক্ষা দিতে পারবেন না তিনি। মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি সহ সেই ধরনের সমস্ত ডিভাইস নিষিদ্ধ পরীক্ষাকেন্দ্রে।

এক্ষেত্রে তৎক্ষণাৎ প্রাথমিক রিপোর্ট পাঠাতে হবে ডেপুটি সেক্রেটারি সহ সংশ্লিষ্ট মহলে।

 তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করে, তার উত্তরপত্র নিয়ে সেটা সংশ্লিষ্ট রিজিওনাল অফিসে পাঠাতে হবে। সেই সঙ্গে রিপোর্টও পাঠাতে হবে।

যেকোনও এক্সামিনেশন পার্সোনেল, মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। কেবলমাত্র সেন্টার সেক্রেটারি, সেন্টারইন চার্জ ও ভেনু সুপারভাইজার, কাউন্সিল নমিনিদের ছাড় রয়েছে। কিন্তু কোনও পরিস্থিতিতে তাঁরা পরীক্ষার হলে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। ওই অফিসাররা ছাড়া অন্য কেউ ভুল করে যদি মোবাইল ফোন নিয়ে চলে আসেন তবে সেটা অবশ্য়ই সংশ্লিষ্ট ভেনু সুপারভাইজারের কাছে জমা রাখুন। এখানে কোনও ফেল করবেন না। নির্দেশে জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ এইচএস এডুকেশনের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একথা জানিয়েছেন। 

একেবারে কঠোরতম নির্দেশ। অর্থাৎ মোবাইল ফোন নিয়ে কোনও অবস্থাতেই পরীক্ষাকেন্দ্রে যাওয়া যাবে না। ধরা পড়লেই গোটা পরীক্ষা বাতিল। মানে এক বছরের জন্য আর পরীক্ষায় বসা যাবে না। আর ভুল করে কেউ নিয়ে চলে এলে আগেভাগেই জমা দিয়ে দিন, না হলে মারাত্মক সমস্যা হতে পারে।

মূলত প্রশ্ন ফাঁস রুখতেই কড়া পদক্ষেপ কাউন্সিলের। সেই সঙ্গেই ফোনের মাধ্যমে যাতে নকল করা না যায় তার জন্য় এই উদ্যোগ। কাল ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। রাজ্য জুড়ে প্রস্তুতি একেবারে তুঙ্গে উঠেছে। এবার পরীক্ষার প্রশ্নপত্র যাতে কোনওভাবে ফাঁস না হয়ে যায় সেব্যাাপরে সবরকমভাবে সতর্ক করা হয়েছে। 

তবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখে দেওয়াটা এবার সংসদের কাছে বড় চ্যালেঞ্জ। কারণ বাস্তবে এটা যদি হয় তবে ফের মুখ পুড়বে সরকারের। সেকারণে বড় অগ্নিপরীক্ষা এবার সংসদের।