Partha Bhowmik: পার্থ ভৌমিকের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ বিজেপির, উঠল ‘চোর চোর’ স্লোগান

হুগলির উদ্দেশ্যে যাওয়ার সময় বিজেপি কর্মীদের বাধার মুখে রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, উঠল চোর চোর স্লোগান । বৃহস্পতিবার এই ঘটনা নদিয়ার কল্যাণীর। কলকাতা থেকে হুগলি যাওয়ার পথে বিজেপির বিক্ষোভের মুখে পড়েন পার্থবাবু।

আরও পড়ুন: গায়ের রং আর শারীরিক গঠন দেখে আদিবাসী মহিলাদের চিনতে পারি, TMCর নারায়ণ গোস্বামী

সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ ও দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপর পুলিশি হামলার অভিযোগ তুলে বৃহস্পতিবার কল্যাণীতে অতিরিক্ত পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি কর্মীরা। তখন ওই রাস্তা দিয়ে হুগলিতে দলীয় কর্মসূচিতে যোগদান করতে যাচ্ছিলেন পার্থবাবু। পার্থবাবুর গাড়ি দেখেই তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। ‘চোর, চোর’ স্লোগান দিতে থাকেন তাঁরা। বিক্ষোভের জেরে সেচ মন্ত্রীর গাড়ি দাঁড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামেন সেখানে মোতায়েন পুলিশকর্মীরা। রাস্তা পরিষ্কার করে পার্থবাবুর গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেন তাঁরা।

এই ঘটনায় সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, ‘বিজেপি চক্রান্ত করে লোক ভাড়া করে এই নোংরামো করছে। সন্দেশখালির ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করা হয়েছে, আরও তদন্ত চলছে। এখন শান্ত সন্দেশখালি। কিন্তু বিজেপি উস্কানি দিয়ে উত্তপ্ত করার চেষ্টা করছে’।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পরীক্ষায় দুটি ক্যামেরার নজরদারি, বাড়তি জোর প্রশ্নপত্র সুরক্ষায়

বলে রাখি মঙ্গলবার দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে সন্দেশখালি গিয়েছিলেন পার্থ ভৌমিক। সেখানে তিনি বলেন, এখানে খেলা ঘুরে গেছে। আমরা ১৮ তারিখ আবার আসছি। বিজেপি আর সিপিএম মিলে কী করে সন্দেশখালিতে উত্তেজনা ছড়িয়েছে সেদিন সব ফাঁস করব।

রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক সংস্কৃতিপ্রেমী ও স্বচ্ছ ভাবমূর্তির লোক বলেই পরিচিত। এখনো কোনও দুর্নীতিতে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়নি তাঁকে। এবার সেই পার্থবাবুকেও শুনতে হল ‘চোর চোর’ স্লোগান।