Ravindra Jadeja Takes Responsibility Of Sarfaraz Khan’s Run Out Issues Apology

রাজকোট: ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্টে (IND vs ENG 3rd Test) অবশেষে আন্তর্জাতিক আঙিনায় নিজের অভিষেক ঘটান সরফরাজ খান (Sarfaraz Khan)। নিজের অভিষেক টেস্ট ইনিংসেই দ্বিতীয় দ্রুততম হিসাবে ৪৮ বলে হাফসেঞ্চুরি হাঁকান। তিনি দ্রুতই শতরানের দিকে এগোচ্ছিলেন। তবে রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) সঙ্গে ভুল বোঝাবুঝিই কাল হয়। ৬৬ বলে ৬২ রানের ইনিংস খেলে রান আউট হন সরফরাজ খান।

শতরানের দোরগোড়ায় থাকা জাডেজা সিঙ্গেল নেওয়ার সময়ই বোঝাপড়ায় ভুল হয় এবং মার্ক উডের ডিরেক্ট হিটে আউট হয়ে সাজঘরে ফেরেন সরফরাজ। প্রথম দিনের খেলাশেষে অবশ্য জাডেজা মেনে নিলেন যে রান নেওয়ার ক্ষেত্রে তাঁর তরফেই ভুল বোঝাবুঝি হয়েছিল। তিনি নিজের সোশ্যা মিডিয়ায় এক স্টোরিতে লেখেন, ‘সরফরাজ খানের জন্য আমার খুব খারাপ লাগছে। আমার তরফ থেকেই ভুল কলটা হয়েছিল। খুব ভাল খেলেছো।’

 

সোশ্যাল মিডিয়ায় জাডেজার পোস্ট

 

দীর্ঘ অপেক্ষা। বহুদিনের লড়াই। বেশিরভাগ সময়ই জুটেছে উপেক্ষা। যন্ত্রণা দিন দিন বেড়েছে। কিন্তু হাল ছেড়ে দেননি সরফরাজ খান । খেলে গিয়েছেন। রান করে গিয়েছেন। তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অহেতুক কটাক্ষের শিকার হয়েছেন। নীরব থেকেছেন সরফরাজ। জবাব দিয়েছেন ব্যাটে। যেখানেই সুযোগ পেয়েছেন, রান করেছেন। বৃহস্পতিবার তাঁর স্বপ্নপূরণ হল। জাতীয় দলের হয়ে অভিষেক হল সরফরাজ খানের। এবং অভিষেকের মঞ্চে ঝোড়ো ৬২ রান করে তিনি বুঝিয়ে দিলেন, বড় মঞ্চের জন্য তৈরি।

তৃতীয় টেস্ট ম্যাচের আগে সরফরাজের হাতে ভারতীয় দলের ক্যাপ তুলে দেন কিংবদন্তি অনিল কুম্বলে। খেলা দেখতে রাজকোটে রয়েছেন সরফরাজের বাবা নওশাদ খান ও স্ত্রী রোমানা। সরফরাজকে টেস্ট ক্যাপ পেতে দেখে তাঁরা তখন কাঁদছেন। আনন্দাশ্রু। তাঁদের দিকে এগিয়ে যান রোহিত। অভিনন্দন জানান সরফরাজের বাবা ও স্ত্রীকে। 

তারপরই নওশাদ ও রোমানার দিকে দৌড়ে যান সরফরাজ। প্রথমে বাবার হাতে তুলে দেন টেস্ট ক্যাপ। কাঁদতে কাঁদতে সেই টেস্ট ক্যাপে চুম্বন করেন নওশাদ। আলিঙ্গন করেন ছেলেকে। তারপরই রোমানার হাতেও টেস্ট ক্যাপটি তুলে দেন সরফরাজ। স্ত্রীও সেটিতে চুম্বন করেন। সরফরাজ আলিঙ্গন করেন রোমানাকে। মাঠেই তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: অভিষেক দেখে কান্না বাবা ও স্ত্রীর, দৌড়ে গিয়ে হাতে টেস্ট ক্যাপ তুলে দিলেন সরফরাজ