WB Assembly: বৃহস্পতিবারও উত্তাল বিধানসভা, কালো কাপড় দেখিয়ে BJP বিধায়কদের বিক্ষোভ, ওয়াক আউট

শুভেন্দু অধিকারী সহ ৬ বিজেপি বিধায়কের হেনস্থার প্রতিবাদের বৃহস্পতিবার উত্তাল হল বিধানসভা সভা। বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গার নেতৃত্বে এদিন অধিবেশনের শুরু থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে বিধায়করা। কালো কাপড় দেখিয়ে স্লোগান দিতে থাকেন।

প্রসঙ্গত, সন্দেশখালি ইস্যুতে গত সোমবার উত্তপ্ত হয় রাজ্য বিধানসভা। সন্দেশখালি নিয়ে স্লোগান লেখা গেঞ্জি পরে বিজেপি বিধায়করা বিধানসভায় আসেন। তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। স্পিকার বারণ করলেও তাঁরা শোনেননি। কাগজ ছুড়ে প্রতিবাদ জানা তাঁরা। এর পর স্পিকার শুভেন্দু অধিকারী সহ ৬ বিধায়ককে সাসপেন্ড করেন। বিরোধী দলনেতা ছাড়া সাসপেন্ড হন অগ্নিমিত্রা পাল, তাপসী মন্ডল, শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ এবং মিহির গোস্বামী। বাজেট অধিবেশন পর্যন্ত তাঁদের সাসপেন্ড করা হয়।

এরই প্রতিবাধে বিধানসভার মধ্যে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। স্লোগানে স্লোগানে উতপ্ত হয়ে ওঠে বিধানসভা।

পড়ুন। সন্দেশখালিতে পাট্টার জমি রেকর্ড হবে, দুটি তদন্ত কমিটি গড়ল তৃণমূল কংগ্রেস

পড়ুন। ‘সন্দেশখালিকে নন্দীগ্রাম বানাবই !’ বিজেপির বিধায়কের ফোন রেকডিং প্রকাশ্যে আনল TMC

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতন মনোজ টিগ্গা। তিনি বলেন, ‘বারবার বিরোধী দলনেতাকে বাইরে রাখবেন এটা কী করে হয়। এভাবে সভার কাজ সঠিক ভাবে চালানো সম্ভব নয়। এটা ঠিক নয়।’

এর পর স্পিকার কিছু বলার চেষ্টা করছিলেন কিন্তু বিজেপি বিধায়কদের স্লোগানের চাপে তিনি আর বলতে পারেননি।

বিজেপি বিধায়করা কালো কাপড় নিয়ে লাগাতার স্লোগান দিতে থাকেন।

স্পিকার বারবার বারণ করলেও তাঁরা শোনেনি। তিনি বলেন, ‘বিধানসভার মধ্যে এ রকম আচারণ করবেন না।’ কিন্তু বিজেপি বিধায়করা থামেননি। তাঁরা বিক্ষোভ চালিয়ে গিয়েছেন। পরে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।

সন্দেশখালি যাবেন বিজেপি বিধায়করা

শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়করা ছাড়াও আজ সন্দেশখালি যাওয়ার কথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী এবং বামেদেরও। এছাড়া তফশিল কমিশনের সদস্যরাও তদন্ত অনুসন্ধানে যাবেন ওই এলাকায়। এর ফলে অশান্ত হয়ে উঠতে পারে এলাকা। তাই আগেভাগেই বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে রাস্তা।