চোখে-মুখে সুপার গ্লু দিয়ে ধর্ষণ: মূলহোতা এনামুল গ্রেপ্তার

খুলনার পাইকগাছার আলোচিত ধর্ষণ ও পাশবিক নির্যাতনের ঘটনার মূল হোতা একাধিক মামলার আসামি এনামূল (২৫) কে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে এএসপি সার্কেল, থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর ( তদন্ত)’র  নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার কপিলমুনি’র পূর্ব কাশিমনগরের একটি পরিত্যক্ত মাছের ডিপো থেকে তাকে গ্রেপ্তার করে।

এ সময় তার দেহ তল্লাশি করে ১টি দেশীয় তৈরি কালো রঙের ওয়ান শুটার গান, এক রাউন্ড তাজা গুলি ও এক’শ পিস ইয়াবা ও ৫০ পিস চেতনা নাশক ট্যাবলেট উদ্ধার করে। গদাইপুরের একরামূল জোয়াদ্দারের ছেলে ধৃত এনামূলের দেওয়া তথ্যমতে তার মায়ের কাছ থেকে চোরাই মোবাইল ও ডুমুরিয়ার মালতিয়া গ্রামের দীপক হালদারের ছেলে স্বর্নকার সুমন হালদার (৪০)’র কাছ থেকে চোরাই স্বর্ণের দুল উদ্ধার করে পুলিশ। ইতোমধ্যে পুলিশ এ মামলায় রাড়ুলীর ছামাদ সরদার (৪৫) কে গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠিয়েছে।

আলোচিত ধর্ষণ ও পাশবিক নির্যাতনের ঘটনায় জড়িত এনামুলকে গ্রেপ্তারের ঘটনায় গোটা এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এদিকে  শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ সম্পর্কে প্রেস ব্রিফিং করেছেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সুশান্ত সরকার।

উল্লেখ্য,গত ১২ ফেব্রুয়ারি গভীর রাতে রাড়ুলীতে স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা বাড়ির ঘেষা গাছ বেয়ে একতলা বিল্ডিং এর চিলে কোটায় উঠে। এর পর তারা শাবল দিয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ভয় দেখিয়ে হাত-পা বেঁধে গৃহবধূর ভ্যানটি ব্যাগ থেকে সাড়ে ১১ হাজার টাকা,১টি বাটন মোবাইল ফোন ও টেনে হেঁচড়ে কানে থাকা দু-আনা ওজনের দু’টি স্বর্ণের দুল ছিনিয়ে নেয়। পরবর্তীতে দুর্বৃত্তরা গৃহবধূর মুখে সুপারগ্লু আঠা লাগিয়ে উপুর্যুপরি ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। ভোররাতে প্রতিবেশীরা টের পেয়ে পুলিশকে খবর দেয়।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

এ সম্পর্কে মামলার তদন্ত কর্মকর্তা ইনস্পেক্টর( তদন্ত) তুষার কান্তি দাশ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে এ ঘটনার মূল  হোতা এনামূলকে গ্রেপ্তার করা হয়। অন্য একটি চুরির ঘটনায় স্বর্ণ উদ্ধারের ঘটনায় আটক সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় অন্য কারা জড়িত আরোও জানতে হলে গ্রেপ্তারকৃত এনামুলকে ব্যাপক জিসাজ্ঞাবাদ জরুরি। ভিকটিমের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিম অনেকটা স্বাভাবিক হয়েছেন।



সালাউদ্দিন/সাএ