স্বজনপোষণ ওপরিবারবাদের ‘দুষ্টচক্রে’ আটকে কংগ্রেস, তাই সবাই ছেড়ে পালাচ্ছে: মোদী

স্বজনপোষণ এবং পরিবারবাদের ‘দুষ্টচক্রের’ মধ্যে আটকা পড়ে গিয়েছে কংগ্রেস। আর সে কারণেই তাদের ছেড়ে সবাই চলে যাচ্ছে। শুক্রবার কংগ্রেসকে নিশানা করে মোদী বলেন, তাদের একমাত্র এজেন্ডাই হল প্রধানমন্ত্রীর বিরোধিতা করা।

এদিন তিনি জয়পুরে ‘বিকাশিত ভারত, বিকাশিত রাজস্থান’একটি অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি ভাষণ দিচ্ছিলেন। তিনি প্রায় ১৭,০০০ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘কংগ্রেসের একটাই এজেন্ডা রয়েছে, মোদী বিরোধী। তারা মোদীর বিরুদ্ধে এমন কথা ছড়ায় যা সমাজকে বিভক্ত করে। কোনও দল যখন স্বজনপোষণ ও পরিবারবাদের রাজনীতির দুষ্টচক্রের মধ্যে আটকা পড়ে তখন এমনটাই ঘটে। আজ সবাই কংগ্রেস ছেড়ে চলে যাচ্ছে, কারণ সেখানে কেবল একটি পরিবারকে দেখা যাচ্ছে।’

আরও পডুন। i:সন্দেশখালির আঁচ এবার রাইসিনা হিলসে, রাষ্ট্রপতির কাছে জমা পড়ল রিপোর্ট

পডুন। অমিত শাহ সেজে ভোটে টিকিট দেওয়ার নাম করে প্রাক্তন MLA কে প্রতারণা! ফাঁদ পেতে শেষে যা ঘটল

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কংগ্রেসের একটি বড় সমস্যা হল ইতিবাচক নীতি প্রণয়নের দূরদর্শিতার অভাব।’ তিনি বলেন, কংগ্রেস ভবিষ্যতের পূর্বাভাস দিতে পারে না এবং এর জন্য তাদের কাছে কোনও রোডম্যাপও নেই।

বিকশিত ভারত প্রচারাধিষান প্রসঙ্গ

প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতকে উন্নত দেশে পরিণত করতে সরকার যুবসমাজ, মহিলা, কৃষক এবং দরিদ্র-এই চারটি বিভাগকে নিয়ে আরও কাজ করতে হবে।’ তিনি বলেন, “আমাদের কাছে এই চারটি ভাগই সবচেয়ে বড়।

বিকাশিত ভারত’ প্রচারাভিযান সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী বলেন, এটি কেবল শব্দ বা অনুভূতি নয়। এটি প্রতিটি পরিবারের জীবনকে সমৃদ্ধ করার একটি অভিযান, এটি দারিদ্র্য দূরীকরণের একটি অভিযান, এটি যুবসমাজের জন্য ভাল কর্মসংস্থান সৃষ্টির একটি অভিযান এবং এটি দেশে আধুনিক সুযোগ-সুবিধা তৈরির একটি অভিযান।’

লোকসভা ভোটে যত এগিয়ে আসছে, কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণকে আরও জোরদার করছেন প্রধানমন্ত্রী। তবে এই প্রথম নয় এর আগেও একাধিকবার  পরিবারবাদ প্রসঙ্গ তুলে কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পড়ুন। ২১০ কোটি টাকা কর অনাদায়ের অভিযোগে কংগ্রেসের একাধিক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করল আইটি দফতর