Mithun Chakraborty on Sandeshkhali: ‘সত্যটা বেরিয়ে আসবে তাই…!’ সন্দেশখালি নিয়ে বলেন ‘২১০%’ সুস্থ মিঠুন

দিন কয়েক আগে তিনিও হাসপাতালে ছিলেন। সদ্য ছাড়া পেয়েছেন। ছাড়া পেয়েই এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখতে গেলেন মিঠুন চক্রবর্তী।

কিছুদিন আগে অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার সন্দেশখালিতে যেতে গিয়ে পুলিশের সঙ্গে ধ্বাস্তাধ্বস্তিতে আহত হয়েছেন সুকান্ত। সুস্থ হয়ে তাঁকে দেখতে হাসপাতালে হাজির মহাগুরু।

সুকান্ত মজুমদারকে দেখে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশ্নের জবাবে প্রথমেই জানান, ১০০-র মধ্যে ২১০ শতাংশ ঠিক আছেন তিনি। 

সেখানে মুখ খুলেছেন সন্দেশখালি নিয়ে। তিনি বলেন, ‘সময় এসে গিয়েছে, জেগে উঠুন। যদি এই ভাবে মহিলাদের ব্যবহার করা হয় তবে এর চেয়ে গৃণ্য কাজ কিছু হতে পারে না। রাজনীতি অন্য বিষয়। আমরা রাজনীতির লড়াই করব। রাজনৈতিক কথা বলব। কিন্তু এটা রাজনীতির বিষয় নয়। এর পর ওদের উপর আর কোনও অত্যাচার না হয়। ওঁরা জেগে উঠছেন। কথা বলছেন সেটা যেন কোনও ভাবে রুদ্ধ না করা হয়।’

আরও পড়ুন। ‘ভিডিয়ো কলে কথা বলা মহিলাদের মারছে পুলিশ’, সন্দেশখালি যেতে না পেরে রাজভবনে BJP

শুক্রবারই সন্দেশখালি গিয়েছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং দল। পথেই তাদের আটকায় পুলিশ। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মিঠুন বলেন, ‘বাধা দেওয়া ছাড়া তো কোনও রাস্তা নেই। বাধা না দিলে পুরো সত্যটা বেরিয়ে আসবে। তাই বাধা তো দিতেই হবে।’

বৃহস্পতিবার বিধানসভায় শাহজাহানকে কার্যত ক্লিনচিট দিয়েছেন মুখ্যমন্ত্রী। সে প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে অভিনেতা বলেন, ‘এটা তো আপনাদের দেখা উচিত শাহজাহান শেখ সত্যি ভাল মানুষ না খারাপ। কেন মুখ্যমন্ত্রী পাশে দাঁড়াচ্ছেন? অনেক ব্যাপার আছে। সত্যিটা এতো বড় করে বেরোবে যে সামলাতে পারবেন না। তাই শাহজাহানকে গার্ড দিতেই হবে।

বৃহস্পতিবার সন্দেশখালি নিয়ে বলতে গিয়ে আরএসএসকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। সরাসরি না বললেও এই বিক্ষোভের পিছনে আরএসএস রয়েছে বলে ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। সে প্রসঙ্গে মিঠুন বলেন, ‘আরএসএস পুরো ভারতবর্ষে আছে। কেন পুরো পৃথিবীতে আছে। ১৩ কোটি সদস্য । কোন ও নেগেটিভ ফোর্স নয়। দেশ তৈরির জন্য পজিটিভ ফোর্স।’

তিনি কী সন্দেশখালিতে যাবেন, তা জানতে চাওয়া হলে মিঠুন বলেন, ‘দল থেকে না বলেছে। এই শরীর নিয়ে যাওয়া যাবে না।’