Paytm issue: FASTag পরিষেবা প্রদানকারী ব্যাঙ্কের তালিকায় আর নেই পেটিএম পেমেন্টস! আপনার অ্যাকাউন্ট কি লিঙ্কড? কী করণীয়!

এবার পেটিএমফাসট্যাগের ক্ষেত্রেও ধাক্কা। রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া নির্দিষ্ট সময়সীমার পর এবার পেটিএম ফাস্ট্যাগও (FASTag) আর ব্যবহার করতে পারবেন না গ্রাহকরা। নয়া নিয়মে তেমনই বার্তা দিয়েছে এনএইচএআই।FASTag পরিষেবা প্রদানকারী ব্যাঙ্কের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে। 

জানা যাচ্ছে, FASTag পরিষেবা প্রদানকারী যে ৩২ টি ব্যাঙ্কের তালিকা রয়েছে, তার বাদে কোনও ব্যাঙ্কের সঙ্গে FASTag লিঙ্ক থাকলে মিলবে না অনুমোদন, এই বার্তা দিয়েছে ইন্ডিয়ান হাইওয়ে ম্যানেজমেন্ট কম্পানি। উল্লেখ্য, এই ৩২ ব্যাঙ্কের তালিকায় নেই পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক। এদিকে, রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ১৫ মার্চের পর পেটিএম পেমেন্টসের সব লেনদেন বাতিল করা হবে। আগে এই মেয়াদকাল ছিল ২৯ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রুয়ারি থেকে মেয়াদ বাড়িয়ে ১৫ মার্চ করা হয়েছে। এদিকে, প্রশ্ন হল, FASTagর ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি কি পেটিএমের সঙ্গে সংযুক্ত? তাহলে আপনার কী করণীয়?  এই নিয়ে কি দুশ্চিন্তা হচ্ছে? তাহলে জেনে নিন উপায়।

( Mutton Soft Cooking Tips: খাসির মাংস মুখে দিলে গলে যাবে! এই সিক্রেট টিপস-এ তা খুব সহজে সম্ভব, রান্নার আগে দেখে নিন)

পেটিএম FASTag বন্ধ করার উপায়:-

আগে পেটিএম অ্যাপে লগ ইন করে নিন। চলে যান ম্যানেজ ফাস্টট্যাগ অপশনে। আপনার ফোন নম্বরের সঙ্গে লিঙ্ক করা FASTag অ্যাকাউন্টটি দেখা যাবে। একটু নিচের দিকে তাকালে পাবেন ‘হেল্প অ্যান্ড সাপোর্ট’ সেকশন। এরপর চলে যান ‘Need help with non-order related queries?’ সেকশনে। ক্লিক করলে দেখতে পাবেন, FASTag সংক্রান্ত প্রশ্নের জবাব বিষয়ক একটি অংশ। সেখানেই পাবেন I want toclose my FASTag ট্যাব। সেটিকে করে দিন ক্লিক। এভাবে পেটিএম থেকে FASTag লিঙ্ক বন্ধ হয়ে যাবে। 

( Congress’s Bank Account Frozen: ২১০ কোটি টাকা কর অনাদায়ের অভিযোগে কংগ্রেসের একাধিক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করল আইটি দফতর)

গুরুত্বপূর্ণ বিষয়-

FASTag যে সমস্ত ব্যাঙ্ক দেয়, তার তালিকায় আর পেটিএম নেই। আর ১৫ মার্চের পর থেকে পেচিঅম পেমেন্টস ব্যাঙ্ক অ্য়াকাউন্টের সমস্ত লেনদেন বাতিল হবে বলে জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। সেক্ষেত্রে ইলেকট্রিকের বিল জমা, ওটিটির সাবস্ক্রিপশনের টাকা টাকার ব্যাবারে সেই অ্যাকাউন্টটি যুক্ত থাকলে তা ১৫ মার্চের পর সমস্যা হতে পারে। ফলে এক্ষেত্রে অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে সেই পেমেন্ট করার পরামর্শ দেওয়া হচ্ছে দেশের শীর্ষ ব্যাঙ্কের তরফে।