Sourav Ganguly Meets West Bengal BJP President Sukanta Majumdar At Apollo Hospital Salt Lake

কলকাতা: সন্দেশখালি কাণ্ডে প্রতিবাদ করতে গিয়ে আহত হয়েছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেখানেই বিজেপির রাজ্য সভাপতিকে দেখে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। জাতীয় দলের কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে বেশ খানিক সময় কথা বলে কাটালেন সুকান্ত।

অ্যাপোলো হাসপাতালে আপাতত ভিভিআইপি রুগীদের ভিড়। উত্তর কলকাতায় শ্যুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে এখানেই ভর্তি হয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আবার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে এই হাসপাতালেই ভর্তি রয়েছেন সৌরভের মা নিরূপা দেবী। যে খবর প্রথম জানিয়েছিলেন সৌরভের দাদা তথা সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস। সেখানেই পরে ভর্তি হন হেভিওয়েট তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। সুকান্তও সেই হাসপাতালেই ভর্তি রয়েছেন।

শুক্রবার মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সৌরভ। প্রত্যেক দিনই তিনি মায়ের চিকিৎসার খোঁজ নিতে এবং তাঁর শারীরিক অবস্থার আপডেট নিতে হাসপাতালে যাচ্ছেন। জাতীয় দলের অধিনায়ক খবর পান যে, সুকান্ত মজুমদার এই হাসপাতালেই ভর্তি রয়েছেন। তিনি সুকান্তর সঙ্গে গিয়ে দেখা করেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। কুশল বিনিময় হয় দুজনের।

এটাকে অবশ্য সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করছেন সৌরভ ঘনিষ্ঠরা। বলা হচ্ছে, সৌজন্যবশতই সুকান্তকে দেখতে গিয়েছিলেন সৌরভ। যদিও জল্পনা তাতে থামছে না। অনেকেই এর মধ্যে রাজনীতির যোগ খুঁজছেন। অতীতে বিজেপির সঙ্গে বেশ ঘনিষ্ঠতা ছিল সৌরভের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বাড়িতে এসে নৈশভোজও সেরে গিয়েছিলেন। রাজনীতির ময়দান তখন সরগরম ছিল একটাই জল্পনায়। সৌরভকে কি বাংলার নির্বাচনে মুখ করতে চলেছে বিজেপি?

পরে অবশ্য সেরকম কিছু হয়নি। বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে গিয়েছেন সৌরভ। স্পেন থেকে রাজ্যে শিল্পে বিনিয়োগ করার কথা ঘোষণা করেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে দ্বিতীয় মেয়াদকাল পাননি সৌরভ। সেই সময় বলা হয়েছিল, অমিত শাহর অঙ্গুলিহেলনেই পুত্র তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ সৌরভকে প্রেসিডেন্ট পদে রাখতে চাননি। যা নিয়ে প্রতিহিংসার রাজনীতি করার জন্য বিজেপিকে কাঠগড়ায় তুলেছিল তৃণমূল কংগ্রেস। সৌরভ-সুকান্ত সাক্ষাতের পর জল্পনার জল কোন দিকে গড়ায় সেটাই দেখার।

আরও পড়ুন: অশ্বিনের কীর্তির দিনই ডাকেটের ঝোড়ো সেঞ্চুরি, ৩৫ ওভারে ২০৭ তুলল ইংল্যান্ড!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন