দূষণের কারণে কমছে শ্রবণশক্তি, বাড়ছে ক্যানসারও, নতুন পথে চিকিৎসার সন্ধানে কলকাতার চিকিৎসকরা

দিন দিন বেড়েই চলেছে পরিবেশ দূষণ। মানুষকে বাড়ি থেকে বেরোতে বারণ করা হচ্ছে। স্মার্টফোনটি খুললেই চোখের সামনে ভেসে উঠছে একাধিক সমস্যার খবর। দূষণের মারাত্মক কারণে আমাদের দেশে অ্যালার্জি, অ্যাজমা এবং কানে শুনতে না পাওয়ার সমস্যা অনেক বেড়ে গিয়েছে। এছাড়াও অন্যান্য নাক কান গলার সমস্যা তো আছেই। আজকের উন্নত চিকিৎসা বিজ্ঞানে নাক কান গলার নানার রোগের সমস্যার সমাধানও রয়েছে। তাই বাড়ছে হেড অ্যান্ড নেক, ল্যারিঙ্গস ও ভোকাল কর্ডের ক্যানসারও। সমস্যার সমাধান করতে ভিড় বাড়ছে হাসপাতালের আউটডোর আর ইএনটি ক্লিনিকগুলিতে। তবে, দেশের ইএনটি চিকিৎসাকে আরও গতিশীল ও ফলপ্রসু করার কথা ভেবেছেন ‘দি অ্যাসোসিয়েশন অব ওটোল্যারিঙ্গোলজিস্ট অব ইন্ডিয়া’ (এওআই)-এর নব নির্বাচিত সভাপতি ডা. দ্বৈপায়ণ মুখোপাধ্যায়।

ডা. দ্বৈপায়ণ মুখার্জি, দেশের ইএনটি চিকিৎসক সংগঠন AOI-র ছিয়াত্তর বছরের ইতিহাসে কণিষ্ঠতম বাঙালি সভাপতি। তিনি বলেছেন, এখানে সব চিকিৎসা হয় ইউরোপিয় ও আমেরিকান মত অনুসারে, দরকারে সাহায্য নেওয়া হয় ওই সমস্ত সব দেশেরই তথ্য সমূহের। কিন্তু আমাদের দেশের আবহাওয়া, মানুষের শারীরিক গঠন, রীতিনীতি সবকিছুই পাশ্চাত্যের থেকে অনেকটাই আলাদা। তাই চিকিৎসা বিজ্ঞানের সব শাখাতেই ভারতীয়দের জন্য একটি গাইড লাইন থাকা জরুরি। এর পাশাপাশি নাক কান গলা শাখার চিকিৎসা সংক্রান্ত স্থানীয় ও জাতীয় পর্যায়ে তথ্য সংগ্রহের কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।

ডা. দ্বৈপায়ন মুখোপাধ্যায়ের মতে, আধুনিক উন্নততম চিকিৎসা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গেলে প্রয়োজন জনগণ ও সাধারণ চিকিৎসকদের সচেতনতা। এ বিষয়ে দেশজোড়া বিভিন্ন জনসচেতনতামূলক প্রচার ও চিকিৎসকদের জন্য বিভিন্ন সিএমই, ওয়ার্কশপ প্রভৃতি শুরু করার পরিকল্পনাও রয়েছে তাঁর।

এদিন কলকাতা প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে এওআইএর পশ্চিমবঙ্গ শাখার তরফে ডা. মুখোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হয়েছে। এই উপলক্ষ্যে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ড. স্নেহাসিস বর্মন, ড. অমিতাভ রায়চৌধুরী ড. সৌমেন্দ্র নাথ বন্দোপাধ্যায়, ডি.আর. উৎপল জানা, ডাঃ অজয় ​​খাওয়াস, ডাঃ বিধান রায় সহ দেশের অন্যান্য প্রখ্যাত ইএনটি বিশেষজ্ঞরা।

AOI-র রাজ্য সম্পাদক ড. স্নেহাসিস বর্মন জানিয়েছেন, বেঙ্গালুরুতে আয়োজিত জাতীয় সম্মেলনে ডা দ্বৈপায়ণ মুখোপাধ্যায়কে জাতীয় সভাপতি নির্বাচিত করা হয়েছে। এই নির্বাচনের ফলে সংগঠণের আন্তর্জাতিক মানের গবেষণা পত্রিকা বা ইন্ডেকস জার্নাল ‘ইন্ডিয়ান জার্নাল অব ওটোল্যারিঙ্গোলজি অ্যান্ড হেড অ্যান্ড নেক সার্জারি’র জাতীয় কার্যালয় ভোপাল থেকে ছয় বছরের জন্য পশ্চিমবঙ্গ তথা কলকাতায় নিয়ে আসা হবে। উল্লেখ্য, এমডি থেকে চিকিৎসাবিদ্যায় ডক্টরেট বা ডিএম হতে গেলে কিংবা মেডিক্যাল কলেজের লেকচারার থেকে অধ্যাপক পদে উন্নীত হতে গেলে কিংবা কোন রোগীর নির্দিষ্ট কোন চিকিৎসায় বা বিশেষ কোন বিষয়ের উপর যাবতীয় তথ্য এই জার্নালে প্রকাশ করা আবশ্যিক। জার্নাল অফিস কলকাতায় চলে এলে এখানেই সারা দেশের ইএনটি চিকিৎসকদের পেশ করা গবেষণাপত্রের মান নির্নয় ও প্রকাশের কাজ করা হবে।