শিখণ্ডি উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সন্দেশখালিতে রবিবারের সভা বাতিল করল TMC

সন্দেশখালিতে স্থানীয়দের একের পর এক মারাত্মক সব অভিযোগে রোজ চাপ বাড়ছে শাসকদল তৃণমূলের ওপর। ওদিকে একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করে সন্দেশখালিকে দুর্গে পরিণত করেছে প্রশাসন। এই পরিস্থিতিতে রবিবার সন্দেশখালিতে ঘোষিত সভা বাতিল করতে বাধ্য হল তৃণমূল নেতৃত্ব। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় সভা বাতিল করা হয়েছে বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। বদলে সভা হবে ৩ মার্চ। সেই সভায় ১ লক্ষ মানুষের জমায়েত হবে বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে। যাতে প্রশ্ন উঠছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে শুরু হবে তা কি গত ১৩ ফেব্রুয়ারি সভার ডাক দেওয়ার আগে জানা ছিল তৃণমূল নেতাদের?

আরও পড়ুন: গ্রেফতারের সাড়ে ৩ মাস পর জোড়া দফতর হারালেন বালু, কার হাতে গেল দায়িত্ব

এদিন তৃণমূলের তরফে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলায় সন্দেশখালিতে রবিবারের সভা বাতিল করা হয়েছে। পরীক্ষার কারণে লাউড স্পিকার বাজানোর অনুমতি পাওয়া যায়নি। তাই বাতিল সভা। তার বদলে ৩ মার্চ সভা করবে তৃণমূল। সেই সভায় হাজির থাকবেন পার্থ ভৌমিক, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্যসহ একাধিক মন্ত্রী। সভায় ১ লক্ষ মানুষের জমায়েত হবে বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে।

তবে তৃণমূলের ঘোষিত সভা বাতিল নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। বিরোধীদের প্রশ্ন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে শুরু হতে চলেছে তা কি গত মঙ্গলবার জানতেন না পার্থ ভৌমিকরা? জেনেও কেন সভার ডাক দিয়েছিলেন পার্থবাবু?

আরও পড়ুন: দু’‌দিনের বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, দেউচা–পাঁচামিতে জমিদাতাদের দেবেন নিয়োগপত্র

বিরোধীদের দাবি, আসলে সন্দেশখালিকে যত সহজে ঠান্ডা করে ফেলবে বলে তৃণমূল ভেবেছিল পরিস্থিতিতে যে তার থেকে জটিল তা টের পেয়েছে তারা। তাদের দাবি, সন্দেশখালিতে বিরোধীদের রুখতে ১৪৪ ধারা জারি করে রেখেছে প্রশাসন। সভা করতে গেলে হয় ১৪৪ ধারা তুলতে হবে, নয় ভাঙতে হবে। ১৪৪ ধারা তুললে প্রশাসনের বিরুদ্ধে ফের শাসকদলের সুবিধায় কাজ করার অভিযোগ উঠবে। তাছাড়া সেই সুযোগে সন্দেশখালিতে ঢুকে পড়তে পারেন বিরোধী দলের নেতারা। আর ১৪৪ ধারা ভাঙলে সরাসরি সংবিধানের সঙ্গে সংঘাতে যাওয়ার অভিযোগ উঠবে তৃণমূলের মন্ত্রীদের বিরুদ্ধে। তাই আপাতত উচ্চ মাধ্যমিককে শিখণ্ডি করে সভা পিছিয়ে দিয়েছে তৃণমূল। 

৩ মার্চের মধ্যে শিবু হাজরা, উত্তম সরদারের কাছে গ্রামবাসীদের পাওনা টাকা ফিরিয়ে দিলে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হবে বলে মনে করছে তারা। অনুকূল পরিস্থিততে হালে কিছুটা পানি পাবে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব।