Badminton Asia Team Championships: Indian women edge out Japan to qualify for final get to know

নয়াদিল্লি: মহিলাদের দলগত এশিয়ান ব্য়াডমিন্টন চ্যাম্পিয়নশিপে (Asian Badminton Championship) ফাইনালে উঠে গেল ভারত (Indian Cricket Team)। পিভি সিন্ধু (PV Sindhu) দুটো ম্য়াচে হারলেও ম্য়াচে ভারতের বাকি ব্যাডমিন্টন প্লেয়াররা জয় ছিনিয়ে নেওয়ায় ফাইনালে জায়গা করে নেয় ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল। জাপানকে ৩-২ ব্যবধানে হারিয়ে দেয় ভারতীয় মহিলা ব্য়াডমিন্টন দল। এদিন সেমিতে প্রথম ম্য়াচে হেরে গিয়েছিলেন সিন্ধু। দলের ১৭ বছরের আনমোল খারব জাপানের নাতসুকি নিদাইরাকে স্ট্রেট সেটে হারিয়ে দেন। খেলার ফল ছিল আনমোলের পক্ষে ২১-১৪, ২১-১৮। তাঁর জয়ই ভারতের ফাইনালের ওঠায় সিলমোহর পড়ে যায়। 

সিন্ধুর হারের ফলে প্রথমে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়েছিল ভারত। পিভি সিন্ধু ১৩-২১, ২০-২২ ব্যবধানে হেরে গিয়েছিল। ট্রিসা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ ২১-১৭, ১৬-২১, ২২-২০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় পরের খেলায়। তাঁরা হারিয়ে দেন বিশ্বের ছয় নম্বরে থাকা জাপানের নামি মাতসুয়ামা এবং চিহারু শিদা জুটিকে। ফাইনালে থাইল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। 

ম্য়াচে জাপানের স্কোয়াডে ছিলেন না বিশ্বের ৪ নম্বর আকানে ইয়ামাগুচি। চোট সারিয়ে ফিরে চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিলেন সিন্ধু। চিনের হান ইউই ও হংকংয়ের লো সিন ইয়ানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিলেন সিন্ধু। তবে জাপানের আয়া ওহরি ১৩-২১, ২০-২২ ব্যবধানে হার মেনে নেয়।

প্রথম ডাবলসে তৃষা ও গায়ত্রী জুটি বিশ্বের ৬ নম্বর নামি মাতসুয়ামা ও চিহারু শিদা জুটিকে ২১-১৭, ১৬-২১, ২২-২০ ব্যবধানে হারিয়ে দেয়। ৭৩ মিনিটের খেলা শেষে ভারত ১-১ ড্র করেছিল। এরপর ভারতের হয়ে জয় ছিনিয়ে নেন নাজোমি ওকুহারা। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বর্তমানে ক্রমতালিকায় ২০ নম্বরে রয়েছেন। তাঁকে ভারতের অস্মিতা হারিয়ে দেন। ফল দাঁড়ায় ২-১। তবে ডাবলসে পিভি সিন্ধু ও অশ্বিনী পোনাপ্পা জাপানের রেনা মিয়াউরা ও সাকুরামোতোর কাছে হার মানেন। তাঁরা ম্য়াচে হেরে যান ১৪-২১, ১১-২১ ব্যবধানে। খেলা শেষ হয়ে যায় ৪৩ মিনিটে। 

এরপর নির্ণায়ক ম্য়াচে ভারতের মুখে হাসি ফোটান ১৬ বছরের আনমোল। বিশ্বের ২২ নম্বর নাৎসু নিদাইরার বিরুদ্ধে জয় ছিনিয়ে নেন আনমোল। ৫২ মিনিটের লড়াই শেষে ২১-১৪, ২১-১৮ ব্যবধানে জয় ছিনিয়ে নেন। এই চ্যাম্পিয়নশিপ থেকে প্রথমবার সোনা জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে ভারতের সামনে। এর আগে ২০১৬ ও ২০২০ সালে এই চ্য়াম্পিয়নশিপ থেকে পুরুষদের ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিল ভারত।

আরও দেখুন