Lok Sabha Election 2024: পরপর তিনবার নাম বাতিল, অবশেষে ঠিক হল লোকসভা ভোটে রাজ্য পুলিশের নোডাল অফিসার

দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। এদিকে সাধারণত ভোটে  রাজ্য পুলিশের এডিজি( আইন শৃঙ্খলা) নোডাল অফিসার হিসাবে কাজ করেন। তবে এবার কিছুটা বদল হল এই ঘটনায়। নবান্ন অন্তত ৬জন পুলিশকর্তার নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছিল। শেষ পর্যন্ত সেই সব নামকে বাতিল করে দেওয়া হয়। সেই জায়গায় রাজ্য পুলিশের এডিজি( লিগ্যাল) আনন্দ কুমারকে এই পদে বসানো হচ্ছে বলে খবর।

সূত্রের খবর, প্রথম দফায় তিনজন পুলিশকর্তার নাম পাঠানো হয়েছিল। এদিকে কমিশন সেই নাম গ্রহণ করতে চায়নি। এরপর দ্বিতীয় দফায় আরও তিনজনের নাম পাঠানো হয়। কিন্তু সেই নামও বাতিল করে দিয়েছিল কমিশন। এরপর তৃতীয় দফায় ফের কয়েকজন পুলিশকর্তার নাম পাঠানো হয়। তাদের মধ্যে থেকে আনন্দ কুমারকে নোডাল অফিসার হিসাবে নিয়োগ করা হয়। ঠিক কোন ধরনের দায়িত্ব তিনি পালন করবেন?

রাজ্য পুলিশের তরফে কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে, পুলিশকর্তাদের ভোট পরিস্থিতিতে কোথায় বদলি করা হবে সব দায়িত্বই পালন করবেন নোডাল অফিসার। মানে ভোটের আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ের একটা বড় দিক নির্ভর করবে ওই নোডাল অফিসারের উপর। 

এদিকে শুক্রবার নির্বাচন কমিশনের সিইও আরিজ আফতাব ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেছিলেন। আগামী ২৪ ফেব্রুয়ারি সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারকে সশরীরে বৈঠকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। কমিশনের ফুল বেঞ্চও আসবে। তার আগে ২৪ ফেব্রুয়ারির সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

লোকসভা ভোটের দিন ঘোষণা হয়নি এখনও। এদিকে এবার কতটা শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া পরিচালিত হবে সেটা নিয়েও প্রশ্ন উঠছে। তার মধ্য়েই এবার নোডাল অফিসার নিয়োগ নিয়ে নতুন খবর সামনে এল। এদিকে এবার কেন্দ্রীয় বাহিনী ভোটের নিরাপত্তার দায়িত্বে থাকতে পারে বলে খবর। তবে রাজ্য পুলিশের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়েও প্রতিবারই প্রশ্ন তোলেন বিরোধীরা। সেক্ষেত্রে শেষ পর্যন্ত রাজ্য পুলিশ কতটা নিরপেক্ষতার সঙ্গে কাজ করবে তা নিয়ে এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে।