Man tries to scam EX MLA: অমিত শাহ সেজে ভোটে টিকিট দেওয়ার নাম করে প্রাক্তন MLA কে প্রতারণা! ফাঁদ পেতে শেষে যা ঘটল

আর কয়েক সপ্তাহ ঘুরলেই লোকসভা ভোটের দামামা বেজে যাবে। এদিকে, কোন পার্টি থেকে কে কে আসন্ন ভোটে টিকিট পেতে পারেন প্রার্থী পদের তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে আলোচনায়। আর এই পরিস্থিতিকে হাতিয়ার করে এবার নেতাদের ঠকিয়ে টাকা লুঠে নেওয়ার ফন্দি এঁটেছিল একটি গ্যাং! ঘটনায় রবীন্দ্র মৌর্য নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। খোঁজ চলছে তার শাগরেদ শাহিদের। 

ঘটনা উত্তর প্রদেশের। সেখানে প্রাক্তন বিধায়ক কিষাণ লাল রাজপুতকে পার্টির টিকিট দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা চলছিল, বলে অভিযোগ। পুলিশ বলছে, এই ঘটনায় রবীন্দ্র মৌর্য অমিত শাহ সেজে ফোন করতে থাকেন প্রাক্তন বিধায়ক কিষাণ লাল রাজপুতকে। এই ফোনকল চলে জানুয়ারি মাসের ৪ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত। 

(Mutton Soft Cooking Tips: খাসির মাংস মুখে দিলে গলে যাবে! এই সিক্রেট টিপস-এ তা খুব সহজে সম্ভব, রান্নার আগে দেখে নিন ) 

উল্লেখ্য, কিষাণলাল রাজপুত উত্তর প্রদেশের পিলিভিটের বরখেরা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক। তাঁকে ফোন করে লোকসভা ভোটে দলের টিকিট দেওয়ার নাম করে টাকা হাতানোর প্ল্যানে ছিল রবীন্দ্র ও শাহিদ। পুলিশ বলছে এই ফোনের ‘ট্রুকলারে দেবনাগরী ভাষায় লেখা ছিল গৃহ মন্ত্রালয় দিল্লি, কেন্দ্র সরকার (অঙ্কিত)’। এরই সঙ্গে এসপি মুকেশ মিশ্র বলছেন, ‘এটা শাহিদ আর রবীন্দ্র মৌর্যর কাজ। শাহিদ পালিয়েছে, আর রবীন্দ্র মৌর্যকে আমরা গ্রেফতার করেছি। তদন্তে জানা গিয়েছে, শাহিদ এমন কাজ আগেও করেছে।’  

( Congress’s Bank Account Frozen: ২১০ কোটি টাকা কর অনাদায়ের অভিযোগে কংগ্রেসের একাধিক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করল আইটি দফতর)

এই ঘটনা ঘিরে অভিযোগ দায়ের হয়েছে নবাবগঞ্জ পুলিশ স্টেশনে। পুলিশ বলছে, এই গ্যাংয়ের লক্ষ্য ছিল নেতাদের প্রতারণা করা। এছাড়াও রাজনৈতিক কর্মীদের ঠকিয়ে টাকা হাতিয়ে নেওয়া। সেই লক্ষ্যেই এরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেজে এমন প্রতারণার ছক কষে। অমিত শাহ সেজে এরা দলের নেতাদের ঠকানোর পরিকল্পনায় ছিল। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে বরেলির নবাবগঞ্জেক সমোহা গ্রামের বাসিন্দা ছিল রবীন্দ্র মৌর্য। পরে সমস্তটা বেরিয়ে পড়তেই রবীন্দ্রকে গ্রেফতার করা হয়। এদিকে, ফোনের সিম ততদিনে ভেঙে ফেলেছিল সে। পরে পুলিশ জানতে পারে ওই গ্রামেরই হরিশ নামে একজনের নামে সিমটি নেওয়া হয়েছিল। আপাতত শাহিদের খোঁজে পুলিশ।