PTTI course: পিটিটিআই কোর্স থাকলে ‘এ’ ক্যাটাগরি, পাবেন প্রধান শিক্ষকের পদও, বলল হার্ইকোর্ট

স্বস্তির খবর পিটিটিআই কোর্স করা প্রাথমিক শিক্ষকদের জন্য। যারা ২০০৫-০৬ সালে পিটিটিআই কোর্সে করেছিলেন তাঁদের ‘এ’ ক্যাটাগরি ভুক্ত করতে হবে বলে জানিয়ে দিয়েছে আদালত। 

এক মামলার প্রেক্ষিতে সম্প্রতি বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, ওই প্রশিক্ষণ বৈধ এবং পিটিটিআই কোর্স করা শিক্ষকরা প্রধান শিক্ষক পদে যোগ্য। তাঁদেরও ওই পদে গণ্য করতে হবে।  

বিচারপতি মান্থা নির্দেশ দিয়েছেন, প্রশিক্ষণ প্রাপ্যদের প্রধান শিক্ষক পদের যোগ্য বলে ঘোষণা করতে হবে এবং  কোনও বকেয়া থাকলে তা অবিলম্বে মিটিয়ে ফেলতে হবে। 

পড়ুন। এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস, পাড়ায় ছুটবে টোটো–অটো

পড়ুন। হাসপাতালে ভরতি হয়েও করা যাবে স্বাস্থ্যসাথী কার্ড! কীভাবে? কী কী লাগবে? কমবে খরচ

মামলা করেন শিক্ষকরা

২০০৫-০৬ সালে পাশ করা শিক্ষকদের ‘এ’ ক্যাটাগরি দেওয়া হয়নি। সরকার ওই কোর্সকেই অবৈধ বলে ঘোষণা করে। ফলে কোর্স করা শিক্ষকরা প্রধান শিক্ষক পদে উত্তীর্ণ হতেও পারেননি। ওই কোর্স করা শিক্ষকরা হাইকোর্টে একটি মামলা করে। সেই মামলার প্রেক্ষিতেই আদালত জানিয়েছে, কোর্সটি বৈধ। 

কেন বৈধ বলছে আদালত

মামলায় শিক্ষা দফতরের বক্তব্য ছিল, শিক্ষকেরা ২০০৫-০৬ সালে কোর্স করে থাকলেও তার ফল বেরিয়েছে অনেক পরে। তাই তাঁদের কোর্স বৈধ নয়। 

আদালতের পর্যবেক্ষণ দেরি করে ফল প্রকাশের দায় পরীক্ষার্থীর নয়। 

এর আগে বিচারপতি মান্থা যে নির্দশ দেন তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। ডিভিশন বেঞ্চে রজ্যের আর্জি খারিজ হয়।  এর পর বিচারপতি মান্থ এই নির্দেশ দিয়েছেন। 

পড়ুন। রাতে কতক্ষণ ঘোরা যাবে দিঘার সি বিচে, ঠিক করে দিল প্রশাসন