Sandeshkhali Gang Rape: টুইটে ধর্ষণের অভিযোগ নাকচের পর শিবু – উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের মামলা করল পুলিশ

সন্দেশখালিতে লাগাতার চাপের মুখে তৃণমূল নেতা শিবু হাজরা ও উত্তম সরদারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত করল পুলিশ। এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে সন্দেশখালিকাণ্ডের ২০ নম্বর মামলায় এই ধারা যুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্তদের মধ্যে উত্তম সরদারকে ইতিমধ্যে অন্য মামলায় গ্রেফতার করেছে পুলিশ। ওদিকে এখনও ফেরার তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরা।

আরও পড়ুন: গ্রেফতারের সাড়ে ৩ মাস পর জোড়া দফতর হারালেন বালু, কার হাতে গেল দায়িত্ব

গত ৭ ফেব্রুয়ারি তৃণমূলের নেতাদের দ্বারা নারী নির্যাতনের বিরুদ্ধে গর্জে ওঠে সন্দেশখালি। ভাঙচুর হয় জেলা পরিষদ সদস্য তথা অঞ্চল তৃণমূল সভাপতি উত্তম সরদারের বাড়ি। পরদিন ভাঙচুর করা হয় শিবু হাজরার বাগানবাড়ি ও মুরগির খামার।

স্থানীয় মহিলাদের দাবি, রাত বিরেতে তৃণমূলের বৈঠকের নাম করে বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে যেত শিবু ও উত্তম। কখনও শিবু হাজরার পার্টি অফিসে, কখনও তাঁর বাগানবাড়িতে নিয়ে যাওয়া হত। তার পর কিছুক্ষণ বৈঠক চলার পর কয়েকজন সুশ্রী মহিলাকে বসিয়ে রেখে বাকিদের বাড়ি চলে যেতে বলা হয়। অভিযোগ বৈঠকের সময় একাধিক তৃণমূল নেতা মত্ত অবস্থায় থাকতেন। তাঁরা বাড়ি চলে আসার পর বসিয়ে রাখা মহিলাদের যৌন নিগ্রহ করা হত বলে অভিযোগ।

আরও পড়ুন: ছুড়ে ফেলা হয়নি, পড়ে গিয়েছে, ৭ দিন পর সন্দেশখালি গিয়ে বলল রাজ্য শিশু কমিশন

এই ঘটনায় গত ৮ ফেব্রুয়ারি থেকে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। পরিস্থিতি সামাল দিতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সন্দেশখালিতে তৃণমূল নেতারা গ্রাম্য বধূদের ধর্ষণ করেছেন বলে অভিযোগ করে বিজেপিসহ বিরোধী দলগুলি। যদিও সেই অভিযোগ বারবার খণ্ড করছিল তৃণমূল। শনিবার অভিযুক্ত ২ তৃণমূল নেতার বিরুদ্ধে গণধর্ষণের পাশাপাশি খুনের চেষ্টার ধারা যোগ করেছে পুলিশ। এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে এই ২ ধারা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওদিকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত হতেই বদলি করা হয়েছে বারাসত রেঞ্জের DIG সুমিত কুমারকে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন উত্তর ২৪ পরগনার প্রাক্তন পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। কয়েকদিন আগেই ভাস্করবাবুকে মালদা রেঞ্জের ডিআইজি পদে বদলি করা হয়েছিল। নবান্নের দাবি এটা রুটিন বদলি।

শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়েরের পর প্রশ্ন উঠছে, কেন গ্রামবাসীদের দাবি মেনে তাঁকে গ্রেফতার করছে না পুলিশ। উত্তম সরদারের মতো তাঁকেও কখন তৃণমূল সাসপেন্ড করে সেজন্য কি অপেক্ষা করছেন পুলিশ সুপার?