Sandeshkhali protest: ‘সন্দেশখালিকে নন্দীগ্রাম বানাবই !’ ‘বিজেপির বিধায়কের’ ফোন রেকর্ডিং প্রকাশ্যে আনল TMC

সন্দেশখালির বিক্ষোভ কী সিঙ্গুর নন্দীগ্রামের মতো হতে পারে? প্রশ্ন কর্তার জবাবে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (তৃণমূলের দাবি) বলছেন, ‘অবশ্যই! আমরা চেষ্টা করছি। আমরা প্ল্যান করছি কী ভাবে তা করা যায়।’ 

এক্স হ্যান্ডেলে একটি ফোনের কথোপকথন প্রকাশ করেছে তৃণমূল। তাদের দাবি অনুযায়ী, ফোন অডিয়োর কথোপকথন অগ্নিমিত্রা পালে সঙ্গে দিল্লির কোনও নেতার। এই অডিয়োর সত্যতা যাচাই করে হিন্দুস্তান টাইমস বাংলা। যে কথোপকথনে অগ্নিমাত্র পাল জানাচ্ছেন বিজেপি বিধায়করা সন্দেশখালি যাচ্ছেন। তখন ফোনের ওপারে থাকা ব্যক্তি উপরের প্রশ্নটি করছেন। 

ফোন রেকর্ডিং প্রকাশ করে তৃণমূলের বক্তব্য, ‘আমরা ভাবছি কেন হঠাৎ করে জাতীয় নেতৃত্বে (বিজেপির) এখানে এসে মহিলা নিরাপত্তা নিয়ে কুম্ভিরাশ্রু বিসর্জন করছেন। অসাবধানতা বশত প্রকাশ হয়ে যায়ও বিজেপি বিধায়কের ফোন থেকে স্পষ্ট প্রচারে আলোয় নিয়ে যেতে সন্দেশখালিকে সিঙ্গুর নন্দীগ্রামের মতো তৈরির চেষ্টা করেছি বিজেপি। কখন কখনও আশা এবং নির্বুদ্ধিতা একই জিনিস হয়ে ওঠে।’

যদিও এই অডিয়ো নিয়ে বিজেপির কোনও মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত এমন দিনে এই অডিয়ো প্রকাশ করেছে তৃণমূল, যেদিন আবারও বিরোধী দলনেতার নেতৃত্বে ৩০ জন বিধায়ক সন্দেশখালি যাওয়ার পরিকল্পনা করেছেন। বিধানসভা থেকেই তাঁরা সন্দেশখালি রওনা দেবেন। এর আগে মঙ্গলবার তাঁর সন্দেশখালি যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পার্কস্ট্রিট কাছেই বিজেপি বিধায়কদের গাড়ি আটকে দেয় পুলিশ।

বুধবার বিজেপির রাজ্য সভাপতি সন্দেশখালি যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তিনি বসিরহাট থেকে সন্দেশখালি রওনা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বসিরহাটেই তাঁকে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি তিনি অসুস্থ হয়ে পড়েন।

একইদিনে সন্দেশখালি অভিযান বাম-বিজেপি-কংগ্রেসের

শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়করা ছাড়াও আজ সন্দেশখালি যাওয়ার কথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী এবং বামেদেরও। এছাড়া তফশিল কমিশনের সদস্যরাও তদন্ত অনুসন্ধানে যাবেন ওই এলাকায়। এর ফলে অশান্ত হয়ে উঠতে পারে এলাকা। তাই আগেভাগেই বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে রাস্তা।

বিরোধী দলনেতার দাবি, তাঁদের সন্দেশখালি অভিযান বাতিলের আর্জি জানিয়ে তাঁকে মেল করেছেন এসপি। কারণ হিসেবে বলা হয়েছে ১৪৪ ধারা জারি রয়েছে সন্দেশখালির বিভিন্ন এলাকা। তবে অবস্থানে অনড় বিরোধী দলনেতা। শুভেন্দু জানিয়েছে, যে সব এলাকায় ১৪৪ ধারা জারি নেই সেখানেই যাবেন তাঁরা।

এ সবের মাঝে এই অডিয়ো রেকর্ডিং নতুন করে বিতর্ক উস্কে দিল।