Seema Haider: সন্তানদের ফিরিয়ে দাও! পাকিস্তান থেকে পালিয়ে ভারতে বিয়ে করা সীমার উপর রেগে ফায়ার প্রথম স্বামী

প্রেমের টানে চার সন্তানকে নিয়ে পাকিস্তান থেকে ভারতে চলে এসেছিলেন এক বধূ। সেই পাক বধূ সীমা হায়দারকে নিয়ে কম চর্চা হয়নি। এবার ফের সামনে আসছে সেই সীমার প্রসঙ্গ।  এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে,  সীমার প্রথম পক্ষের স্বামী এবার তাঁর নাবালক সন্তানদের ফেরত পেতে চাইছেন। সেকারণে তিনি ভারতীয় আইনজীবীর সঙ্গে কথা বলেছেন। শুক্রবার করাচিতে এক মানবাধিকার কর্মী একথা জানিয়েছেন। 

গত বছর মে মাসে পাকিস্তান থেকে নেপাল হয়ে অবৈধভাবে তিনি ভারতে চলে এসেছিলেন। ভারতের যুবক সচিনের প্রেমের টানেই তিনি ভারতে চলে আসেন। তারপর থেকে তিনি নানা ভাবে ভারতের প্রতি তাঁর টান প্রমাণ করতে সবরকম উদ্যোগ নিয়েছেন। 

উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার বাসিন্দা সচিন মীনাকে বিয়ে করেন তিনি। বর্তমানে তাঁর সঙ্গেই থাকেন। এমনকী তিনি গর্ভবতী বলেও খবর। তবে সূত্রের খবর, পাকিস্তানের আইনজীবী তথা মানবাধিকার কর্মী আনসার বার্নি জানিয়েছিলেন, সীমার পাকিস্তানি স্বামী গুলাম হায়দার তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। চার সন্তানকে যাতে পাকিস্তানে ফিরিয়ে আনা যায় সেব্যাপারে তিনি চেষ্টা করছেন। এরপর ভারতের আলি মোমিন নামে এক আইনজীবীর সঙ্গে কথা হয়েছে। তাঁকে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য বলা হয়েছে। 

প্রসঙ্গত সীমার পাকিস্তানি স্বামী সৌদি আরবে কাজ করতেন। আর সেই সময়ই ভারতের যুবক সচিনের প্রেমে পড়েছিলেন সীমা। এরপর সেখান থেকে তিনি চলে আসেন ভারতে। 

এদিকে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সীমা জানিয়েছিলেন, আমি হিন্দু ধর্ম গ্রহণ করেছি। আর পাকিস্তানে ফিরতে চাই না। এমনকী তার সন্তানরাও হিন্দু ধর্ম গ্রহণ করেছে বলে দাবি করেছিলেন সীমা।

তবে পাকিস্তানের ওই আইনজীবীর দাবি, এভাবে নাবালকদের ধর্মান্তকরণ করা যায় না। 

তবে ভারতে সীমার কবে সন্তান হবে তা নিয়েও নানা চর্চা। দোলের আগেই তিনি মা হবেন কি না সেব্যাপারে জানতে চেয়েছিল একটি সংবাদমাধ্যম। তবে তিনি জানিয়েছেন, এত তাড়াতাড়ি হবে না।

এদিকে সচিনের পরিবারে এখন খুশির হাওয়া। সীমার শ্বশুর ইতিমধ্য়েই জানিয়েছিলেন, তিনি সীমার হাত দেখে বুঝতে পেরেছেন তার ছেলে হবে।

এদিকে সীমার সন্তান হবে এই খবর যেন খুশির বার্তা বয়ে এনেছে গোটা পরিবারে। তবে পাকিস্তানে আগে বিয়ে হয়েছিল সীমার। সেই বিয়ের পরেও সীমার একাধিক সন্তান হয়েছিল। তাদের নিয়েই তিনি ভারতে আসেন। তবে এবার সচিনকে বিয়ে করেছেন তিনি। আর এবার ভারতে সন্তান হবে সচিন-সীমার।

সচিন সীমার প্রেমকাহিনি ২০২৩ সালে কার্যত সাড়া ফেলে দিয়েছিল। অবৈধভাবে পাকিস্তান থেকে ভারতে চলে এসেছিলেন সীমা। সন্তান কোলে চলে এসেছিলেন তিনি।

সীমা হায়দার। তিন সন্তানের মা। প্রেমের টানে সন্তানকে সঙ্গে নিয়ে পাকিস্তান থেকে ভারতে চলে এসেছিলেন। এরপর তিনি বিয়ে করেন সচিন নামে এক ভারতীয় যুবককে। আর তারপর থেকেই ভারতকেই নিজের দেশ বলে মেনে নেন তিনি।এই দেশের প্রতি নিজের আনুগত্য প্রকাশের জন্য় তিনি একাধিকবার নানা উদ্যোগ নিয়েছেন।

তবে শুধু সচিন নয়, ভারতকেও ভালোবাসেন সীমা। এর আগে একটি ভিডিয়োতে সচিন মীনার স্ত্রী সীমা হায়দার জানিয়েছিলেন, জয় শ্রীরাম, রাধে রাধে। ভারত সম্পর্কে পাকিস্তানে ভুল কথা বলা হয়। পাকিস্তান তাদের জঙ্গিদের কাছ থেকেও রেহাই পাবে না।