জল দিতে দেরি, বিয়ে বাড়িতে পাত্র ও কন্যাপক্ষের সংঘর্ষে আহত ১০

বিয়ে বাড়িতে জল দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে আহত হলেন ১০ জন। শুক্রবার বাংলাদেশের লক্ষ্মীপুর সদর উপজেলার কাঞ্চনিবাজার এলাকার ঘটনা। সংঘর্ষে গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ঘটনায় যদিও পুলিশে কোনও পক্ষ কোনও অভিযোগ দায়ের করেনি।

আরও পড়ুন: শাহজাহান ধরা পড়ছে না কেন? মুখ খুললেন ডিজি রাজীব কুমার

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কাঞ্চনিবাজারের মেয়ে রুমা আখতারের সঙ্গে চর রুহিতা গ্রামের দীন মহম্মদের ২ বছর আগে বিয়ে হয়েছিল। শুক্রবার ছিল তার প্রীতিভোজ। কন্যাপক্ষের অভিযোগ, ১৩০ জন বরযাত্রী আসার কথা জানিয়েছিল পাত্রপক্ষ। কিন্তু তার থেকে অনেক বেশি বরযাত্রী এসেছিল সেদিন। এই নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। এরই মধ্যে বরযাত্রীরা খেতে বসলে পাত্রের জামাইবাবু জল চান।

কিছুক্ষণ অপেক্ষার পর জল দিতে দেরি হওয়ার অভিযোগ তুলে বিয়েবাড়িতে ভাঙচুর শুরু করে পাত্রপত্র। চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। যার জেরে হাতাহাতি শুরু হয়ে যায় পাত্র ও কন্যা পক্ষের মধ্যে। সংঘর্ষে কন্যাপক্ষের ৮ জন ও পাত্রপক্ষের ২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন: স্কুলে সরস্বতী পুজো হয়নি কেন? প্রশ্ন করায় পড়ুয়াদের দূর দূর করে তাড়িয়ে দিলেন মত্ত প্রধান শিক্ষক

ঘটনার খবর পেয়ে বিয়ে বাড়িতে যান পুলিশ আধিকারিকরা। দুপক্ষের সঙ্গে কথা বলেন তাঁরা। এর পর স্থানীয় থানার ওসি জানান, দুই পরিবারের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।তবে তারা পুলিশে কোনও অভিযোগ জানাতে চাননি। পারিবারিক ভাবেই বিষয়টি মিটিয়ে নেবেন বলে জানিয়েছেন।