তৃতীয় ভারতীয় হিসেবে রেকর্ড বঙ্গকন্যা, ভাসলেন আবেগি মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তায়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের খেলার ইতিহাস যদি দেখা যায়, তাহলে একটা বিষয় ভীষণ স্পষ্ট, বিশ্বমঞ্চে জিমন্যাস্টিক্সের জন্য় কখনই ভারতীয়দের নাম উঠে আসেনি। তবে ২০১৬ সালের পর থেকে চিত্রটা যদিও বদলে যায়। সেবছর রিও অলিম্পিক্সে (Rio Olympics 2016) আগরতলার বঙ্গকন্যা দীপা কর্মকার (Deepa Karmakar) চমকে দিয়েছিলেন। প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করেছিলেন দীপা। মহিলাদের ভল্ট ইভেন্টে প্রোদুনোভা ভল্টে সারা বিশ্বকে ভারতের নামটা জানিয়ে দিয়েছিলেন দীপা। যদিও অল্পের জন্য় পোডিয়াম ফিনিশ করতে পারেননি ব্রাজিলে। দীপা শেষ করেছিলেন চতুর্থ স্থানে। দীপার পর যদি কোনও এক জিমন্যাস্টের জন্য যদি ভারত স্বপ্ন দেখেছে, তাহলে তিনি প্রণতি নায়েক (Pranati Nayak)।

আরও পড়ুন: IND vs ENG 3rd Test: রাজকোটে ৪৩৪ রানের রাজকীয় জয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

ঝাড়গ্রামের ২৯ বছরের কন্যা এবার মিশরের কায়রোতে বাজিমাত করলেন। প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র পাওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন প্রণতি। জিমন্যাস্টিক্সের বিশ্বকাপে ব্রোঞ্জ জিতলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার মেয়ে। ভল্ট ইভেন্টে ১৩.৬১৬ পয়েন্ট স্কোর করেছেন তিনি। সোনার পদক গলায় ঝুলিয়েছেন উত্তর কোরিয়ার আন চ্যাং ওক। তার স্কোর ১৪.২৩৩। রুপোর পদক এসেছে বুলগেরিয়ার ভ্যালেন্টিনা জর্জিয়েভার। তাঁরও স্কোর ১৩.৬১৬। 
তবে অল্পের জন্য় দীপা কর্মকার পদক জিনতে পারেননি। প্রণতির সাফল্যে গর্বিত মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি এক্স (সাবেক ট্য়ুইটার) অ্যাকাউন্টে লেখেন, ‘কায়রোতে অনুষ্ঠিত, জিমন্যাস্টিক্স বিশ্বকাপের ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ জেতার জন্য় বাংলার প্রণতি নায়েককে শুভেচ্ছা জানাই। বিশ্ব মঞ্চে আগামীর উন্নতির জন্য় আমার শুভেচ্ছা রইল।’ প্রণতি তৃতীয় ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসাবে, জিমন্যাস্টিক্সের বিশ্বকাপে পদক জিতলেন  প্রণতি। অতীতে অনুণা রেড্ডি ও  দীপা পদক জিতেছিলেন।  

আরও পড়ুন: Yashasvi Jaiswal | IND vs ENG: ১৪ চার, ১২ ছক্কায় ২৩৬! রাজকোট রাজত্বে রেকর্ড সুনামি যশস্বীর

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp)