Sandeshkhali Gang Rape: শিবু হাজরাকে আদালতে পেশ করল পুলিশ, থানা থেকে বের করতেই উঠল ‘চোর চোর’ স্লোগান

সন্দেশখালিতে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করল পুলিশ। শনিবার আদালতের নির্দেশে শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার ২ ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেফতার করে পুলিশ। রবিবার আদালতে পেশ করার জন্য শিবুকে বসিরহাট থানা থেকে বার করতেই ওঠে ‘চোর চোর’ স্লোগান। এখনো শিবুর বিরুদ্ধে কোনও দলীয় পদক্ষেপ করেনি তৃণমূল।

বৃহস্পতিবার বসিরহাট আদালতে গোপন জবানবন্দি দেন সন্দেশখালির এক বধূ। এর পরই তৃণমূলের সন্দেশখালি ২ নম্বর ব্লক সভাপতির বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা প্রয়োগের নির্দেশ দেয় আদালত। শনিবার আইনি প্রক্রিয়া শেষ করে শিবুর বিরুদ্ধে ২টি ধারা যুক্ত করে পুলিশ। এর পরই ন্যাজাট থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় শিবুকে।

আরও পড়ুন: স্কুলে সরস্বতী পুজো হয়নি কেন? প্রশ্ন করায় পড়ুয়াদের দূর দূর করে তাড়িয়ে দিলেন মত্ত প্রধান শিক্ষক

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, ‘যে মহিলা গোপন জবানবন্দিতে গণধর্ষণের অভিযোগ করেছেন তাঁর সঙ্গে আমাদেরও কথা হয়েছিল। কিন্তু আমাদের সামনে তিনি কোনও অভিযোগ করেননি। এর পর ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দিয়েছেন তিনি। আদালতের নির্দেশে অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা যুক্ত হয়েছে।’

শনিবার সন্ধ্যায় গ্রেফতারির পর শিবুকে বসিরহাট থানা নিয়ে আসে পুলিশ। রাতভর সেখানেই ছিলেন তিনি। রবিবার সকালে তাঁকে পুলিশের গাড়িতে করে কড়া নিরাপত্তায় বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। থানা থেকে বেরোতেই শিবুকে উদ্দেশ করে ওঠে ‘চোর চোর’ স্লোগান। স্লোগান দিতে থাকেন থানার সামনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ। আদালতে পৌঁছে গাড়ি থেকে শিবু হাজরাকে নামাতেই ঘিরে ফেলেন পুলিশকর্মীরা। সংবাদমাধ্যমকে তাঁর ধারে কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। কিছুক্ষণের মধ্যেই শিবুকে আদালতে পেশ করবে পুলিশ। এবার দেখার আদালতে জামিনের আবেদন করেন কি না অভিযুক্ত তৃণমূল নেতা।

আরও পড়ুন: শাহজাহান ধরা পড়ছে না কেন? মুখ খুললেন ডিজি রাজীব কুমার

তবে শিবুর পাশে যে দল রয়েছে তা শনিবার রাতেই স্পষ্ট করে দিয়েছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এক তৃণমূল মুখপাত্র লেখেন, কারও বিরুদ্ধে অভিযোগ হলেই সে দোষী প্রমাণিত হয় না। গ্রেফতারির কয়েক ঘণ্টা আগে আরেক অভিযুক্ত তৃণমূল নেতা উত্তম সরদারকে দল থেকে সাসপেন্ড করা হলেও শিবুর বিরুদ্ধে তেমন কোনও পদক্ষেপ করেনি শাসকদল। ওদিকে শিবুর গ্রেফতারির আনন্দে রবিবার সকাল থেকে সন্দেশখালিতে জিলিপি বিতরণ করছেন সাধারণ মানুষ। একই সঙ্গে শেখ শাহজাহানের গ্রেফতারি দাবি করেছেন তাঁরা।