Sandeshkhali Update: জালে পড়েছেন শিবু হাজরা, এবার সন্দেশখালিতে তৃণমূলের দায়িত্বে কে?

সন্দেশখালির  শিবপ্রসাদ হাজরা। এলাকায় শিবু হাজরা বলেই পরিচিত তিনি। কার্যত সেই শিবুর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকার মহিলারা। তবে শিবু হাজরা সম্পর্কে অবশ্য এখনও কিছুটা হলেও সুর নরম তৃণমূলের একাংশের। এদিকে রবিবার কার্যত ড্য়ামেজ কন্ট্রোলের জন্য় এলাকায় গিয়েছিল তৃণমূলের প্রতিনিধিদল। এদিকে শনিবার গ্রেফতার করা হয়েছিল শিবু হাজরাকে। সেক্ষেত্রে তিনিই তো ছিলেন সন্দেশখালি ২ ব্লকের সভাপতি। কিন্তু তিনি যখন গ্রেফতার হয়েছেন এমনকী একাধিক কড়া ধারা আরোপ হয়েছে তার উপর সেক্ষেত্রে এবার তার জায়গায় কে বসবেন দলের পদে? কে সামলাবেন গড়? 

সেখানে এবার নিয়ে আসা হল নতুন মুখ। এবার শিবপ্রসাদ হাজরার জায়গায় ওই ব্লকে দলের দায়িত্ব সামলাবেন বিধায়ক সুকুমার মাহাতো নিজেই। রবিবার দলের যে প্রতিনিধিরা সন্দেশখালিতে গিয়েছিলেন তাদের মধ্য়ে ছিলেন রাজ্যের তিন মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু ও বীরবাহা হাঁসদা। এনিয়ে মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, শিবপ্রসাদ এলাকায় নেই। সেকারণে সংগঠন দেখবেন বিধায়ক সুকুমার মাহাতো। 

কিন্তু প্রশ্ন উঠছে উত্তর হাজরাকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু শিবপ্রসাদের বিরুদ্ধে কেন কড়া পদক্ষেপ নিচ্ছে না দল? তবে কি শাহজাহান যাতে চাপে না পড়ে সেকারণেই শিবপ্রসাদের বিরুদ্ধে দলগত অবস্থান এখনও নরম?

তবে শিবপ্রসাদ প্রসঙ্গে সুজিত বসু অবশ্য় জানিয়ে দিয়েছেন, ওর বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। তা শেষ হলেই পরবর্তী পদক্ষেপ করা হবে। 

তবে এসবের মধ্য়েই সবথেকে বড় প্রশ্ন উঠছে, শেখ শাহজাহান কোথায় গেল? এতদিন পরেও কেন তার কোনও হদিশ পাচ্ছে না পুলিশ?

তবে লোকসভা ভোটের মুখে সন্দেশখালি ইস্যুকে ঘিরে তাল ঠুকছে তৃণমূল-বিজেপি দু পক্ষই। একদিকে যখন বিজেপি কেন্দ্রীয় অধিবেশনে উঠল সন্দেশখালির প্রসঙ্গ। তখনই তৃণমূলের প্রতিনিধিদলও দফায় দফায় পরিস্থিতি সামাল দিতে চাইছেন। এদিকে এদিন সরকারি তরফে রীতিমতো বাজনা বাজিয়ে সরকারি পরিষেবা নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়া হয়েছিল। কিন্তু স্থানীয় মহিলারা তাদের ফিরিয়ে দেন। তাঁদের দাবি, এভাবে পয়সা দিয়ে মুখ বন্ধের চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গেই শাহজাহান সম্পর্কে যাতে বাসিন্দাদের ক্ষোভ ক্রমশ কমে যায় তার সবরকম চেষ্টা করছে শাসকদল। এমনটাই মত অনেকের। ভোটের আগে লোনা জলের মতো ক্ষোভ যেন তৃণমূলের সাজানো বাগানকে নষ্ট করে দিতে না পারে তার সবরকম চেষ্টা করছে শাসক শিবির।