ডিআরএস থেকে ‘আম্পায়ার্স কল’ বাদ দেওয়ার পক্ষে স্টোকস 

ডিসিশন রিভিউ সিস্টেম তথা ডিআরএসে আম্পায়ার্স কলকে অনেক অধিনায়কই স্বাভাবিকভাবে নিতে পারছেন না। বিশেষ করে সূক্ষ্ণ পার্থক্য থাকলেও অনেক সময় মনে হচ্ছে আউট দেওয়া হচ্ছে আম্পায়ার্স কলের কারণে। ভারতের বিপক্ষে ইংল্যান্ড টেস্টেই যেমন এভাবে আউটের শিকার হয়েছেন জ্যাক ক্রলি। তাই আম্পায়ার্স কল বাদ দেওয়ার কথা বলেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। 

ঘটনাটি ঘটেছে রাজকোটে ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্টে। দ্বিতীয় ইনিংসের নবম ওভারে জসপ্রীত বুমরার বলে ক্রলিকে এলবিডাব্লিউ আউট দেন আম্পায়ার কুমার ধর্মসেনা। ব্যাটার রিভিউ নিয়েছিলেন। সেখানে যেভাবে দেখানো হয় তাতে মনে হয়েছে, সম্ভাব্য পথ অনুযায়ী বলটি লেগ স্টাম্পের উপরিভাগ মিস করতো! শেষ পর্যন্ত ‘আম্পায়ার্স কল’ এর কারণে সাজঘরে ফিরতেই হয় তাকে। এই সিরিজে দ্বিতীয়বার সূক্ষ্ণ পার্থক্য থাকার পরেও আম্পায়ার্স কলের বলি হয়েছেন ক্রলি। 

বিষয়টির ব্যাখ্যার জন্য ৪৩৪ রানে তৃতীয় টেস্টে হারের পর স্টোকস ও কোচ ব্রেন্ডন ম্যাককালাম ম্যাচ রেফারি জেফ ক্রোর দ্বারস্থ হয়েছিলেন। সংবাদ মাধ্যমে স্টোকস জানান, তাকে বলা হয়েছে যে ছবিটা তখন দেখানো হয়েছে সেটাতে ভুল ছিল! যা দেখে মনে হয়েছে সম্ভাব্য পথ অনুযায়ী বল লেগ স্টাম্পের শীর্ষ মিস করতো! কিন্তু বল ট্র্যাকিংয়ের প্রযুক্তি সরবরাহকারী হক আই জানিয়েছে, তারা যে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হয়েছেন সেটা ঠিকই ছিল। ওই অনুযায়ী বলটা লেগ স্টাম্প স্পর্শ করার পাশাপাশি অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখার জন্য ছিল যথেষ্ট। 

কিন্তু বিষয়টাতে মোটেও সন্তুষ্ট হতে পারেননি স্টোকস। কথা বলার এক পর্যায়ে আম্পায়ার্স কল নিয়ে তিনি এভাবেই বলেছেন, ‘সবাই লেভেল প্লেয়িং ফিল্ড চাইবে। ভারতের মতো জায়গায় যেখানে বল ঘুরে সেখানে আম্পায়ারদের কাজটা অনেক কঠিন। আমার ব্যক্তিগত মত হচ্ছে, বল স্টাম্পে আঘাত করবে মানে স্টাম্পেই আঘাত করবে। সত্যি কথা হচ্ছে, তাদের আম্পায়ার্স কলটা সরিয়ে নেওয়া উচিত। বিষয়টা নিয়ে বেশি কিছু বলা ঠিক হবে না। কারণ, তাতে মনে হবে এই কারণেই বুঝি টেস্ট হেরেছি।’

জ্যাকের ডিআরএস নিয়ে স্টোকসের কথা, ‘রিপ্লেতে যে ছবি দেখানো হয় তাতে মনে হয়েছে বল স্টাম্প মিস করতো। ফলে যখন দেখানো হলো বল স্টাম্প মিস করছে, কিন্তু আউটটা হয়েছে আম্পায়ার্স কলে, তখন আমরা অবাক হয়েছি। তার পর হকআইয়ের কাছ থেকে এর ব্যাখ্যা চেয়েছি।’ তিনি আরও যোগ করে বলেছেন, ‘ওরা শুধু আমাদের কীসব সংখ্যার কথা বলেছে। আরও বলেছে বল স্টাম্পেই আঘাত করেছে কিন্তু যেভাবে প্রজেকশন করা হয়েছে সেটাতে ভুল ছিল। আমি জানি না এর মানে কী? মনে হয়েছে কিছু একটা তো ভুল।’