Indian Hockey team beat Spain in thrilling penalty shootout as PR Sreejesh becomes hero

রাউরকেল্লা: সোমবার বীরসা মুণ্ডা স্টেডিয়ামে এফআইএচ হকি প্রো লিগে ভারতের (Indian Hockey Team) নায়ক গোলরক্ষক পিআর শ্রীজেশ (PR Sreejesh)। স্পেনের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে নির্ধারতি সময়ে ২-২ ম্যাচ শেষ হয়। খেলা গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। দুরন্ত পেনাল্টি শ্যুট আউটে শেষে ম্যাচ ৮-৭ জয় পায় ভারতীয় দল। শ্রীজেশ অনবদ্যভাবে শ্যুট আউটে এক শট বাঁচিয়ে দেন। তিনিই ম্যাচে ভারতের নায়ক।

ম্যাচের প্রথম মিনিটেই জার্মানপ্রীত সিংহ ভারতের হয়ে গোল করে দলকে লিড এনে দেন। তবে সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। স্পেনের হয়ে ম্যাচে সমতা ফেরান হোসে বাস্তেরা। বোরহা লাকাল্লে ১৫ মিনিটে স্পেনকে ম্যাচে লিডও এনে দেন। তবে সেই লিডও স্থায়ী হয়নি। অভিষেক ৩৫ মিনিটে ভারতের হয়ে দ্বিতীয় তথা সমতাসূচক গোলটি করেন।

ম্যাচ সমতায় শেষ হওয়ায় তা গড়ায় পেনাল্টিতে। সেখানে হরমনপ্রীত, সুখজিত, ললিত উপাধ্যায়, অভিষেক, রাজকুমার পালরা গোল করে ভারতকে বোনাস পয়েন্টসহ জিততে সাহায্য করেন। ভারতীয় দল নিজেদের পরের ম্যাচে বুধবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। 

ফিরছেন রাহুল?

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত অর্ধশতরান হাঁকিয়েছিলেন কেএল রাহুল (KL Rahul)। কিন্তু তারপরেই চোট পান তিনি। সেই চোটের কারণেই দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট খেলতে পারেননি তারকা ভারতীয় ব্যাটার। রাঁচিতে চতুর্থ টেস্টেও (IND vs ENG 4th Test) কি তাঁকে খেলতে দেখা যাবে না? এই বিষয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) জানতে চাওয়া হয়।

রাহুল এবং রবীন্দ্র জাডেজা, উভয়েই চোটের কারণে প্রথম টেস্টের পর ছিটকে গিয়েছিলেন। রাজকোটে তৃতীয় টেস্টে জাডেজা প্রত্যাবর্তন ঘটালেও, ফিরতে পারেননি রাহুল। তৃতীয় টেস্টের আগে তাঁর ফিটনেস প্রসঙ্গে বিসিসিআই এক আপডেট দিয়ে জানিয়েছিল, ‘কেএল রাহুলের বাকি তিন টেস্টে অংশগ্রহণ করাটা তাঁর ফিটনেসের ওপর নির্ভরশীল ছিলই। তিনি রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। রাহুল ৯০ শতাংশ ফিট হতে পেরেছেন এবং বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে বেশ ভালভাবেই সম্পূর্ণ ফিট হওয়ার দিকে এগোচ্ছেন।’

রাহুলের প্রসঙ্গে রোহিত শর্মাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ও ফিট হয়ে যাবে।’ রাহুল ফিট হলে তিনি ভারতীয় একাদশে কার জায়গায় খেলবেন? এক্ষেত্রে সম্ভবত রজত পাতিদারকে বাইরে বসতে হতে পারে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: তাঁর দেশের বিরুদ্ধে ব্যাটিং বিক্রম, তাও তরুণ যশস্বীর প্রশংসায় পঞ্চমুখ জস বাটলার 

আরও দেখুন