Ranji Trophy Quarter Final Fixtures Announced By BCCI Find Out Details

মুম্বই: গ্রুপ পর্বের লড়াই শেষ। ভারতের প্রিমিয়াম লাল বলের টুর্নামেন্ট রঞ্জি ট্রফির (Ranji Trophy) নক আউট পর্ব শুরু হতে চলেছে। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের আট দলও নির্ধারিত হয়ে গিয়েছে। এবার কোয়ার্টার ফাইনালের দিনক্ষণ এবং কোন দল, কার মুখোমুখি হবে, তাও জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।    

শেষ দুই দল হিসাবে বিদর্ভ এবং কর্ণাটক কোয়ার্টার ফাইনালে আজই নিজেদের স্থান পাকা করেছে। এছাড়াও, বঢোদরা, মধ্যপ্রদেশ,  সৌরাষ্ট্র, তামিলনাড়ু, মুম্বই ও অন্ধ্রপ্রদেশও শেষ আটে পৌঁছেছে। নিজের বিসিসিআইয়ের তরফে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচগুলি সমাপ্তির পরেই শেষ আটের সূচি প্রকাশ করা হয়। ২৩ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে রঞ্জির চার কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হতে চলেছে। শেষ আটের লড়াইয়ে কর্ণাটকের মুখোমুখি হবে বিদর্ভ। ঘরের মাঠে রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই মুখোমুখি হবে বঢোদরার। কোয়েম্বাটুরে তামিলনাড়ু ও সৌরাষ্ট্র একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে। অন্ধ্রপ্রদেশ ও মধ্যপ্রদেশের সেমিফাইনালে পৌঁছনোর লক্ষ্যে খেলবে।

 

রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের সপ্তম রাউন্ডে আজ কিন্তু নয়া ইতিহাসেরও সাক্ষী থাকলেন সকলে। নয় দশকের টুর্নামেন্টে সবথেকে বেশি রান তাড়া করে জয়ের নজির গড়ল রেলওয়েজ। ভাঙল সৌরাষ্ট্রের রেকর্ড। ২০১৯-২০ মরশুমে উত্তর প্রদেশের বিরুদ্ধে ৩৭২ রান তাড়া করে ম্যাচ জিতেছিল সৌরাষ্ট্র। আজ রেলওয়েজ ঋদ্ধিমান সাহা, সুদীপ চট্টোপাধ্যায়দের ত্রিপুরার বিরুদ্ধে ৩৭৮ রান করে দুরন্ত জয় পেল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: জাতীয় দলে জুটেছে উপেক্ষা, তবে ১০ হাজার রান কেউ কেড়ে নিতে পারবে না, মনোজকে বললেন সৌরভ