নলবনে প্রায় ২৫টি গাছ উপড়ে পড়েছে, হইচই শুরু হতেই তদন্তে নেমে পড়ল বন দফতর

সল্টলেকের নলবন বিনোদন পার্ক তরুণ প্রজন্মের নিত্য যাতায়াতের জায়গা। এখানে নানা রাইড থাকায় বাচ্চারাও আসে। কিন্তু এখানেই ২০–২৫টি বড় গাছ উপড়ে মাটিতে পড়ে গিয়েছে বলে অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই কাণ্ড পড়ে গিয়েছে। কারণ এখন গোটা রাজ্যে গরম আসছে। আগাম গাছ লাগানোর কাজ করেছে পুরসভা। সেখানে সুকান্তনগরে অবস্থিত নলবনে এতগুলি গাছ নিজে থেকেই উপড়ে পড়ে যাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। কেন এভাবে গাছ উপড়ে পড়ে গেল?‌ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় মানুষজনেরাও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে রাজ্য মৎস্য দফতরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রাকৃতিক নিয়মেই এই গাছগুলি উপড়ে পড়ে গিয়েছে। তবে এখানে নিষ্কাশনের কাজ চলছিল এক এজেন্সির মাধ্যমে। তার জেরেই এটা ঘটেছে। রাজ্য মৎস্য দফতর এই কাজ করাচ্ছে। কাজটির বরাত পেয়েছে একটি এজেন্সি। তারাই কাজ করার জেরে নলবনের কিছু বড় বড় গাছ উপড়ে পড়ে গিয়েছে। এই ঘটনার পর সংশ্লিষ্ট এজেন্সিকে সতর্ক করা হয়েছে। যাতে আর কোনও ক্ষতি না হয়। মৎস্য দফতরের পক্ষ থেকে সতর্ক করা হলেও যা ক্ষতি হবার তা হয়েই গিয়েছে। এখন এই গাছগুলির শূন্যস্থান কেমন করে পূরণ করা যায় সেটাই দেখার বিষয়।

অন্যদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই উদ্যোগ নিয়েছে মৎস্য দফতর। এই দফতরের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, উপড়ে পড়া গাছগুলির জায়গায় নতুন করে লাগানো হবে। এই বিষয়ে মৎস্য দফতরের এক আধিকারিক বলেন, ‘‌ওই এজেন্সিকে তলব করা হয়েছে। আর কাজের ব্যাখ্যা চাওয়া হয়েছে। এজেন্সির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গাছগুলি প্রাকৃতিক নিয়মেই উপড়ে পড়ে গিয়েছে। গাছ কাটা হয়নি। বন দফতর অকুস্থল পরিদর্শন করতে আসবেন। ইতিমধ্যেই তারা খোঁজখবর নিয়েছে। এই পরিদর্শনের পর বন দফতর প্রকৃত কারণ জানাবে।’‌ তবে মৎস্য দফতর, নলবন এবং বন দফতর কতগুলি গাছ পড়েছে তার সংখ্যা জানায়নি।

আরও পড়ুন:‌ ‘‌আব কি বার সত্তা সে বাহার’‌, আমেঠির জনসভা থেকে সুর বেঁধে দিলেন মল্লিকার্জুন খাড়গে

এছাড়া এই ঘটনা প্রকাশ্যে আসতেই তেড়েফুঁড়ে নেমে পড়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। তাঁরা ইতিমধ্যেই সাক্ষাৎ করেছে পূর্ব কলকাতার জলাভূমি ভরাট ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের সঙ্গে। এই বিষয়টি সেখানে জানানো হয়েছে। এমনকী বন দফতর ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গেও কথা বলেছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা। এই বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহকারী সচিব সৌরভ চক্রবর্তী বলেন, ‘‌এই এত বড় বড় গাছ যে হারাতে হল সেটা কোনওভাবেই পূরণ করা সম্ভব নয়।’‌ এখন দেখার বিষয় জল কতদূর গড়ায়।