Onion Export Ban: পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা কি উঠে যাচ্ছে? আবার কি দাম বাড়বে? জানুন বিরাট আপডেট

পেঁয়াজের রফতানির নিষেধাজ্ঞা বহাল থাকবে। এনিয়ে মঙ্গলবার এক শীর্ষকর্তা মতামত দিয়েছেন। কার্যত পেঁয়াজ রফতানি নিয়ে নিষেধাজ্ঞা যে তোলা হয়নি সেটা সাফ জানিয়ে দিলেন এক শীর্ষ কর্তা। সেক্ষেত্রে নিষেধাজ্ঞা তোলা হয়েছে বলে জল্পনা ছড়িয়েছিল নানা মহলে। তবে আশার কথা নিষেধাজ্ঞা বহাল থাকছে এখনও। 

মঙ্গলবার এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, পেঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা ৩১ শে মার্চ পর্যন্ত পূর্ব ঘোষিত সময়সীমা পর্যন্ত অব্যাহত থাকবে কারণ সরকার দাম নিয়ন্ত্রণে রাখতে এবং অভ্যন্তরীণ প্রাপ্যতা নিশ্চিত করতে আগ্রহী।

২০২৩ সালের ৮ ডিসেম্বর পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছিল সরকার। ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করেছিল সরকার।

তিনি বলেন, পেঁয়াজ রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। উপভোক্তা বিষয়ক সচিব রোহিত কুমার সিং পিটিআইকে বলেছেন, এটি বলবৎ রয়েছে এবং স্ট্যাটাসের কোনও পরিবর্তন হয়নি।

ভোক্তাদের ন্যায্যমূল্যে পর্যাপ্ত দেশীয় পেঁয়াজের প্রাপ্যতা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

পণ্যটির উপর থেকে রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে, দেশের বৃহত্তম পাইকারি পেঁয়াজের বাজার লাসালগাঁওয়ে ১৯ ফেব্রুয়ারি পেঁয়াজের দাম ৪০.৬২ শতাংশ বেড়ে প্রতি কুইন্টাল ১,৮০০ টাকায় দাঁড়িয়েছে, যা ১৭ ফেব্রুয়ারি প্রতি কুইন্টাল ১,২৮০ টাকা ছিল।

সূত্রের খবর, ৩১ মার্চের পরেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই৷ কারণ রবি (শীতকালীন) পেঁয়াজের উৎপাদন কম হবে বলে আশা করা হচ্ছে৷ বিশেষ করে মহারাষ্ট্রের এলাকা কম হওয়ায় পেঁয়াজের উৎপাদন কম হবে বলে আশা করা হচ্ছে৷

২০২৩ রবি মৌসুমে পেঁয়াজের উৎপাদন ধরা হয়েছিল ২ কোটি ২৭ লাখ টন।

কৃষি মন্ত্রকের আধিকারিকরা আগামী দিনে মধ্যপ্রদেশ এবং গুজরাটের মূল উৎপাদনকারী রাজ্যগুলিতে রবি পেঁয়াজের কভারেজ মূল্যায়ন করবেন।

এদিকে আন্তঃমন্ত্রণালয় গ্রুপের অনুমোদনের পর বন্ধুপ্রতিম দেশগুলোতে পরিস্থিতির ভিত্তিতে পেঁয়াজ রফতানির অনুমতি দেওয়া হয়। খবর পিটিআই সূত্রে। 

এদিকে বাংলার বিভিন্ন বাজারে এখনও ৩০ টাকা কেজি দরে পেঁয়াদ বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে পেঁয়াজের দাম এখনও মধ্য়বিত্তের নাগালের মধ্য়ে রয়েছে। কিন্তু এই পেঁয়াজ রফতানি শুরু হলেই ফের পেঁয়াজের দাম বাড়তে পারে অনেকের আশঙ্কা। তবে ওয়াকিবহাল মহলের মতে, এবার সামনেই লোকসভা ভোট। সেক্ষেত্রে পেঁয়াজের দাম বেড়ে গেলে মধ্যবিত্ত মানুষ চটে যেতে পারেন সরকারের উপর। সেকারণেই আর কোনও ঝুঁকি নিতে চাইছে না সরকার। সেকারণেই কি পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা বহাল থাকল?