Sandeshkhali Latest Update: ফের ১৪৪ ধারা সন্দেশখালিতে, ‘নির্যাতিতাদের’ সঙ্গে মোদীর সাক্ষাতের ইঙ্গিত শুভেন্দুর

সন্দেশখালির ১২ জায়গায় আজ নতুন করে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এরই মধ্যে আদালতের নির্দেশ পেয়ে পাঁচ বিধায়ক নিয়ে আজ সন্দেশখালির উদ্দেশে ফের যাত্রা শুরু করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এই সবের মাঝেই এক সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, বাংলায় এসে সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৭ মার্চ বাংলায় আসবেন। সেদিন উত্তর ২৪ পরগনার বারাসতে যেতে পারেন তিনি। সেখানেই সন্দেশখালির ‘নির্যাতিতাদের’ সঙ্গে মোদী দেকা করতে পারেন কি না, তা অবশ্য স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী সূচি প্রসঙ্গে শুভেন্দু বলেন, মোদীর সফরের তারিখ ঠিক করবে প্রধানমন্ত্রী দফতর। (আরও পড়ুন: ম্যাজিক নম্বর ‘৩৯২.৮৩’, বাংলায় ডিএ বৃদ্ধির দাবির নেপথ্যে হাতিয়ার এই সংখ্যাই)

আরও পড়ুন: আধার বাতিল নিয়ে বড় দাবি UIDAI-র, তবে নিষ্ক্রিয়তার নোটিশ পাওয়া মানুষজন কী করবেন?

এদিকে সোমবারই সন্দেশখালিতে জারি থাকা ১৪৪ ধারার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। এই আবহে আদালতের থেকে অনুমতি নিয়ে আজ সন্দেশখালিতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর সঙ্গে যাচ্ছেন বিজেপির পাঁচ বিধায়ক। রয়েছেন শঙ্কর ঘোষ, বিশাল লামা, অগ্নিমিত্রা পল, সুমিতা সিনহা রায় ও তাপসী মণ্ডল। তবে মঙ্গলবার আবার সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি করা হয়। রিপোর্ট অনুযায়ী, নতুন করে ১২ জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আরও পড়ুন: ‘আধার আতঙ্কে’ নাজেহাল বঙ্গবাসী, এই সুযোগে প্রতারণার ফাঁদ পাতছে প্রতারকরা

জানা গিয়েছে, ত্রিমোণী বাজার, পাত্রপাড়া, সন্দেশখালি ঘাট, ভোলাখালি ঘাট, খুলনা ঘাট, ধামাখালি ঘাট, গাববেড়িয়া বাজার-সহ সন্দেশখালির ১২ জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে আজ সকালে। এর আগে অশান্তি ছড়াতেই গোটা সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি হয়েছিল। পরে আদালতের নির্দেশে তা প্রত্যাহার করা হয়। পরে দ্বিতীয় দফায় সন্দেশখালির ৭টি পঞ্চায়েতের ১৯ জায়গায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এর মধ্যে অবশ্য দাউদপুর, গোপালের ঘাট, পুলেপাড়া, আতাপুরের থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয় পরে। তবে বাকি জায়গায় জারি থাকে ১৪৪ ধারা। এরপর শেষ পর্যন্ত সোমবর উচ্চ আদালতের নির্দেশের পর সন্দেশখালির সব জায়গার ১৪৪ ধারাই স্থগিত করা হয়। তবে মঙ্গলবার আবারও নতুন করে ১৪৪ ধারা জারি করা হল সন্দেশখালির বেশ কিছু জায়গায়।