Scientists advices Not To Disturb Bats To Prevent Pandemic Disease X

কলকাতা: ডিজিজ এক্স (Disease X) নিয়ে সম্প্রতি সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভিড মহামারির আতঙ্ক অনেকটাই সামলে উঠেছে বিশ্ব। ভবিষ্যতে যাতে আর এমন মহামারি না হয়, তার জন্য ব্যবস্থা নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভবিষ্যতে কোন কোন রোগ মহামারির আকার নিতে পারে, তার ছক কষা হয়েছে। আর সেই তালিকাতেই রয়েছে ডিজিজ এক্স। অন্যান্য রোগের তুলনায় এই রোগটি কেন ভয়ানক। কারণ এখনও পর্যন্ত এই রোগটির কোনও চিকিৎসা নেই। ফলে একবার রোগটি মহামারির আকার নিতে শুরু করলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। 

ডিজিজ এক্স-এর নয়া সুরাহা (Disease X Prevention Advice)!

এই পরিস্থিতিতেই এবার ডিজিজ এক্স নিয়ে একটি গবেষণা প্রকাশিত হল। দ্য ল্যানসেট প্ল্যানেটরি হেলথ জার্নালে প্রকাশিত ওই গবেষণা কর্নেল বিশ্ববিদ্যালয় ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটির মিলে করা। তাতে দেখা গিয়েছে, একটি বিশেষ প্রাণীর ভূমিকা। এই প্রাণী থেকেই ভবিষ্যতের মহামারি ছড়াতে পারে। প্রাণীটি আর অন্য কিছু নয় – বাদুড়। সমঝে চলতে বাদুড়কে। এমনটাই পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা।

কেন বাদুড় নিয়ে এই পরামর্শ (Zoonotic Virus From Bats) ?

বিশেষজ্ঞরা এই দাবির সপক্ষে প্রমাণও দিয়েছেন। এর আগের কোভিড মহামারি থেকে উদাহরণ দিয়েছেন কর্নেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। করোনার সময় চিনের বিরুদ্ধে ভাইরাস ছড়ানোর অভিযোগ উঠেছিল। সেই সময় বাদুড়ের শরীর থেকে এই ভাইরাস ছড়িয়েছে বলেও দাবি ওঠে। সপক্ষে পাওয়া প্রমাণেথ ভিত্তিতেই ফের বাদুড়কে সামনে নিয়ে এলেন বিজ্ঞানীরা। জুনটিক ভাইরাস (Zoonotic Virus)

কর্নেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে,  জুনটিক ভাইরাস মহামারির অন্যতম বড় কারণ। যে ভাইরাস প্রাণীর শরীর থেকে মানুষের শরীরে এসে সংক্রমণ ঘটায়, সেগুলিকেই জুনটিক ভাইরাস বলে। বাদুড়ের শরীর থেকেও ছড়াতে পারে এমন ভাইরাস।‌

কীভাবে সমঝে চলতে হবে বাদুড়কে ?

বাদুড়কে সমঝে চলতে হলে প্রথমেই মানুষের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এমনটাই পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা। তাঁদের কথায়, অনেকেই খাদ্যাভাসের তাগিদে বাদুড় হত্যা করেন। এই প্রবণতা বন্ধ করা জরুরি। এছাড়াও ব্যাপক সবুজ ধ্বংস করার প্রবণতায় বাদুড়দের বাসস্থান কমে আসছে। এর ফলে মানুষের বাসস্থানে ঢুকে পড়ছে বাদুড়। যা থেকে জুনটিক ভাইরাসের সংক্রমণের আশঙ্কা বাড়ছে। এই পবণতা সামাল দিতে না পারলে বিপদ বাড়বে বলেই আশঙ্কা বিজ্ঞানীদের। 

আরও পড়ুন – Night Leg Cramp: ঘুমের মধ্যে হঠাৎ পায়ে টান, তীব্র ব্যথা – কীসের লক্ষণ ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন