Sukanta Majumder: টাকিতে আমার শ্লীলতাহানি করেছে পুলিশ, দাবি সুকান্ত মজুমদারের

গত বুধবার টাকিতে তাঁর শ্লীলতাহানি করেছে রাজ্য পুলিশ। এমনই দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, আমি গাড়ির বনেটে দাঁড়িয়ে থাকার সময় একজন মহিলা পুলিশকর্মী আমার হাত জাপটে ধরেন। এটা কি শ্লীলতাহানি নয়?

আরও পড়ুন: ৭ মার্চ কলকাতার ৩ মেট্রো লাইনের উদ্বোধন? আসছেন মোদী, যেতে পারবেন গঙ্গার তলা দিয়ে

এদিন সুকান্তবাবু বলেন, ‘প্রথমে একজন মহিলা পুলিশকর্মী গাড়ির বনেটে উঠে আমার ডান হাত জাপটে ধরেন। একজন পুরুষ যদি মহিলার হাত জাপটে ধরে তাকে শ্লীলতাহানি বলা হয়। একজন মহিলা যদি বিনা অনুমতিতে পুরুষের হাত জাপটে ধরে তাকে শ্লীলতাহানি কেন বলা হবে না?’

তিনি বলেন, ‘নীচ থেকে আমার পা ধরে টানাটানি করতে শুরু করে পুলিশ। ভিডিয়ো আছে এগুলো সব। সব থেকে বড় কথা আমি যখন পুলিশের গাড়ির বনেটের ওপরে দাঁড়িয়ে আছি তখন ওখানে অতিরিক্ত পুলিশ সুপার চালককে গাড়িতে উঠতে বলেন, হঠাৎই আমাকে কোনও রকম সাবধানতা অবলম্বন করার সুযোগ না দিয়ে গাড়ি স্টার্ট করে দেয়। এবং হ্যাঁচকা ধাক্কা দেয়’।

আরও পড়ুন: কাটমানি থেকে MNREGAর টাকা লুঠের অভিযোগ, সেই নেতার ওপরেই সন্দেশখালিতে ভরসা TMCর

এদিন সুকান্তবাবু দাবি করেন, ‘পশ্চিমবঙ্গে আমি জেড শ্রেণির সুরক্ষা পাই। নিশ্চই কোনও কারণ আছে। গোয়েন্দা তথ্য রয়েছে নিশ্চই। সরকার তো আর খেলা করার জন্য দেয়নি। আমাকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় ২ জন কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে। তাদের কাছে ছোট আগ্নেয়াস্ত্র ছিল। আমার আপ্তসহায়ককে গাড়িতে উঠতে দেওয়া হয়নি। আমার নিরাপত্তারক্ষীরা বাংলা জানে না। তাদের আমার স্বাস্থ্যের ব্যাপারে বোঝাবে কে?’

বুধবারের সাংবাদিক বৈঠকে রাজ্যে আধার কার্ড বন্ধ হয়ে যাওয়া নিয়ে বিব্রত হতে বারণ করেন সুকান্তবাবু। বলেন সোমবার রাতের মধ্যে চালু হয়ে যেবা বন্ধ সব আধার।