Suvendu on Aadhaar Deactivation: ‘২৪ ঘণ্টায়…’, আধার বাতিল নিয়ে ময়দানে শুভেন্দু, রাঁচির ঘাড়ে দোষ চাপিয়ে কথা শাহের সঙ্গে

রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু মানুষের আধার নিষ্ক্রিয় হওয়ার খবর সামনে এসেছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়ার মতো জায়দায় আধার বাতিল হয়েছে বেশ কিছু মানুষের। এই আবহে আধার আতঙ্ক ক্রমেই গ্রাস করছে বাংলার সাধারণ মানুষকে। এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে। আধার নিষ্ক্রিয়তা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য আলাদা পোর্টাল চালুর নির্দেশ দিয়েছেন তিনি। লোকসভা ভোটের আগে এসব বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করেছেন মমতা। আর এসবের মাঝে এবার ময়দানে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। আজ তিনি দাবি করলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বাংলার বাসিন্দাদের আধার সমস্যা মেটানো হবে। (আরও পড়ুন: বাংলায় আরও এক দফায় বাড়বে ডিএ, সরকারি কর্মীদের পকেটে ঢুকবে কত বেশি বেতন?)

আরও পড়ুন: বিজেপির জাতীয় সম্মেলনে ‘দেখা মেলেনি’ শুভেন্দুর, কারণ নিয়ে বিস্ফোরক কুণাল

শুভেন্দু অধিকারী দাবি করেন, আধার নিষ্ক্রিয় হওয়ার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয়েছে তাঁর। এছাড়া কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও তাঁর কথা হয়েছে। বিজেপি নেতার দাবি, রাঁচির আঞ্চলিক অফিসের ভুলেই নাকি এই সমস্যা তৈরি হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ, বিহার এবং রাঁচির আধার সংক্রান্ত আঞ্চলিক অফিস রাঁচিতে। শুভেন্দু দাবি করেন, কেন্দ্রের অজ্ঞাতেই রাঁচির অফিস থেকে এই কাজ হয়েছে। পাশাপাশি নন্দীগ্রামের বিধায়ক দাবি করেন, আধার কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছে যে কোনও কার্ড বাতিল করা হয়নি। মুখ্যমন্ত্রী মিথ্যাচার ছড়াচ্ছেন বলে দাবি করেন শুভেন্দু। এদিকে আধার ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তাঁদেরও গলায় শোনা গিয়েছে একই কথা।

প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে আধার নিষ্ক্রিয়তার খবর আসতে থাকে। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা বনকাটি পঞ্চায়েতের বেশ কয়েকজনের আধার নিষ্ক্রিয় হয়েছে বলে দাবি করা হয়। ওদিকে নদিয়ার সীমান্তবর্তী এলাকায় বহু মানুষের আধার কার্ড বাতিল হয়েছে বলে দাবি করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের নিধিপতা, গোবিন্দপুর, টুঙ্গী, কাদিপুর সহ বিভিন্ন গ্রামে আধার নিষ্ক্রিয়তার চিঠি গিয়ে পৌঁছেছে।

অন্য এক রিপোর্টে দাবি করা হল, পূর্ব বর্ধমানের অনেক গ্রামের লোকজন আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশ গ্রহণ করতেই অস্বীকার করছেন। রিপোর্ট অনুযায়ী, আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশ নিয়ে শনিবার ডাককর্মীরা গিয়েছিলে পূর্ব বর্ধমানের জামালপুরের বেশ কিছু গ্রামে। এর আগেও জামালপুরের অনেককে আধার নিষ্ক্রিয়তার চিঠি ধরানো হয়েছিল। তবে শনিবার ডাককর্মীরা এই একই ধরনের চিঠি নিয়ে গেলে অধিকাংশ প্রাপকরা তা নিতে অস্বীকার করেন বলে জানা গিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, শনিবার জামালপুরের জৌগ্রাম পঞ্চায়েতের নুরি, তেলি, কলিপুকুর এবং আবুঝহাটি ১ পঞ্চায়েতের জুতিহাটি, কেউতাড়া, ঝাপানডাঙা গ্রামে আধার নিষ্ক্রিয়তার নোটিশ পাঠানো হয়েছিল বেশ কয়েকজনকে।