Viral News: বড়লোক দেখানোর জন্য বডিগার্ড রাখলেন যুবক, দিনে গচ্চা ১৭ হাজার টাকা!

কথায় বলে, ভালো সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। সবার কপাল বিক্রান্ত মাসির মতো হয় না, যে রিলেও যেমন ভালো সঙ্গী পাবেন, রিয়েলেও তেমন আদর্শ স্ত্রী পাবেন। তাই আজকাল মানুষ ভাল সঙ্গীর খোঁজে বিভিন্ন প্রচেষ্টা করে থাকেন। কেউ ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে ম্যাচমেকিং ইভেন্টে যায়। শুধু তাই নয়, অনেকে আবার চার পাশের মানুষটিকে দেখানোর জন্য নানান পদ্ধতি অবলম্বন করেন। তবে প্রতিবেশী দেশ চিনে বসবাসকারী একজন ব্যক্তি এমন একটি করে বসেছেন, তা হয়ত এখনও পর্যন্ত কেউই করেননি।

ভালো পাত্রী খোঁজার জন্য ভিন্ন কৌশল বের করেছেন চিনে বসবাসকারী এক ব্যক্তি। এর জন্য তিনি প্রতিদিন ১৭,৩০০ টাকা করে ব্যয় করছেন দেহরক্ষীদের পিছনে, যাতে তিনি আর পাঁচটা মানুষের মধ্যে সেরা হয়ে উঠতে পারেন, ভাল ধারণা তৈরি করতে পারেন। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নিজের শহরে ফেরার আগে এই ব্যক্তি অনলাইন এসকর্ট সার্ভিসের সাহায্য নিয়েছিলেন এবং তার সঙ্গে বেশ কিছু লোক নিয়োগ করেছিলেন বডিগার্ড হিসাবে।

  • ব্যাগ ও ছাতা ধরে রাখতে খরচ হয়েছে ১৭ হাজার

ঘটনাটি ঘটেছে চিনের হেবেই প্রদেশে। এখানে বসবাসকারী শাওরান নামের এক ব্যক্তি প্রতিদিন ১৫০০ ইউয়ান অর্থাৎ ১৭,৩০০ টাকা বেতন দিয়ে নিজের জন্য একজন দেহরক্ষী নিয়োগ করেছিলেন। শাওরান বেইজিংয়ে কাজ করতেন এবং বাড়ি যাওয়ার আগে তিনি এখান থেকেই একজন দেহরক্ষী নিয়োগ করে নিয়ে এসেছিলেন। ওই দেহরক্ষীর কাজ ছিল ব্যক্তির ব্যাগ বহন করা এবং তাঁর মাথায় ছাতা ধরে সঙ্গ দেওয়া করা, ঠিক যেমন সেলিব্রিটিদের গার্ডেরা করে থাকেন। আসলে তিনি এত টাকা খরচ করেছেন যাতে বিয়ের জন্য মেয়েকে দেখতে গেলে তাঁকে সকলের চেয়ে ধনী দেখায় এবং তিনি একজন ভাল পাত্রী পেতে পারেন।

  • চিনে লোকেরা বিভিন্ন কারণে দেহরক্ষী নিয়োগ করেন

রিপোর্ট অনুযায়ী, শাওরানের মতো হাজার হাজার মানুষ চিনে এই ধরনের পরিষেবা নিয়ে থাকেন, শুধুমাত্র অন্যান্য মানুষকে প্রভাবিত করার জন্য। এই নিয়োগের জন্য ইন্টারনেটে একটি প্ল্যাটফর্ম রয়েছে। বিশেষ করে উৎসবের সময়, সেখানকার মানুষ নিজেদের সঙ্গে কয়েক দিনের জন্য দেহরক্ষীদের নিজ শহরে নিয়ে যান। এতে ব্যবহার ও বাজেট অনুযায়ী পুরুষ ও মহিলা দেহরক্ষী পাওয়া যায়। মজার ব্যাপার হল এই রক্ষীদের কোনও ধরনের মারামারি কিংবা প্রতিরক্ষার জন্য নিযুক্ত করা হয় না, তাঁদের নিযুক্ত করা হয় শুধুমাত্র ধনী দেখানোর জন্য কিংবা আরও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে। যেমন একজন গ্রাহক বলেছেন যে তিনি তাঁর প্রাক্তন স্বামীকে হেফাজতের বিচারের সময় জোর করে সন্তানকে নিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পরিষেবাটি ব্যবহার করেছিলেন। অন্য একজন প্রাক্তনকে নিজের বিয়েতে আসতে বাধা দেওয়ার জন্য একজন দেহরক্ষী নিয়োগ করেছিলেন।