WB Police on Khalistani: আমাদের অফিসারের একটাই ‘ত্রুটি’…খলিস্তানি ইস্যুতে বিবৃতি রাজ্য পুলিশের, কড়া ব্যবস্থার ইঙ্গিত

খলিস্তানি মন্তব্যকে কেন্দ্র করে ফুঁসে উঠেছিলেন আইপিএস যশপ্রীত সিং। এদিকে তারপর থেকে গোটা বাংলা জুড়ে কার্যত বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এবার এনিয়ে বিবৃতি জারি করল রাজ্য পুলিশ।

‘Bengal Police fraternity- র পক্ষ থেকে জানানো হচ্ছে যে রাজ্যের বিরোধী দলনেতা আমাদের নিজেদের অফিসারকে খলিস্তানি বলেছেন। তাঁর একটাই ত্রুটি যে তিনি গর্বিত শিখ। তিনি একজন দক্ষ পুলিশ অফিসার তিনি আইন প্রয়োগ করার চেষ্টা করছিলেন।

এই মন্তব্য বর্ণবিদ্বেষমূলক। এটা সাম্প্রদায়িক উসকানিমূলক। এটা ক্রিমিনাল অ্য়াক্ট। আমরা এর তীব্র নিন্দা করছি, একজনের ধর্মীয় পরিচিতি ও বিশ্বাসকে আঘাত করে হিংসা ছড়ানো ও আইনভঙ্গের চেষ্টা করা হয়েছে।

কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ জানিয়েছে রাজ্য পুলিশ।

এদিকে বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এক্স হ্য়ান্ডেলে একটা ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা গিয়েছে একজন পুলিশ কর্তা চিৎকার করে বলছেন আমায় ধর্ম তুলে কথা বললেন। কেন আমায় খলিস্তানি বললেন? আমি পাগড়ি পরি বলে খলিস্তানি বললেন কেন? পাগড়ি পরিহিত সেই পুলিশ কর্তা হলেন যশপ্রীত সিং। কিন্তু কে এই যশপ্রীত সিং?

 

মুখ্য়মন্ত্রী এই ঘটনায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিজেপির মতে পাগড়ি পরিহিত সকলেই খলিস্তানি। এরা শিখদের দেশের প্রতি ভালোবাসা ও বলিদানকে ভুলে গিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্য়ায় এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, আজ বিজেপির বিভাজনের রাজনীতি ফের প্রকাশ্য়ে এল। সাংবিধানিক গন্ডিকে ছাপিয়ে গেল বিজেপির এই বিভাজনের রাজনীতি। বিজেপির মতে, পাগড়ি পরা সমস্ত মানুষই খলিস্তানি।

এভাবে শিখ ভাই বোনেদের খ্যাতিকে এভাবে নামিয়ে দেওয়ার ঘটনার নিন্দা করছি। দেশের প্রতি তাঁদের আত্মত্যাগের ঘটনা অস্বীকার করা যায় না।

শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন, এই ধরনের মন্তব্য করি না। এই ধরনের কথা বলাকে আমরা কোনওভাবেই সমর্থন করি না। তিনি নিজের নম্বর বাড়ানোর জন্য মমতা ব্যানার্জির কাছে অসত্য তথ্য পরিবেশন করেছেন। আমরা কোনও ধর্মকে আক্রমণ করে কোনও দিন কিছু বলিনি, কোনওদিন কিছু বলবও না।

এদিকে এই ঘটনায় এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার জানিয়েছেন, বিরোধী দলনেতা যশপ্রীত সিংহকে খলিস্তানি বলেছেন। এটা অসংবেদনশীল, প্ররোচনা মূলক ও ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে। নিন্দা করছি।

তবে এবার রাজ্য পুলিশ গোটা ঘটনায় কড়া বিবৃতি জারি করল। সেখানে সরাসরি রাজ্যের বিরোধী দলনেতাকে নিশানা করা হয়েছে।