মেসি-নেইমারের বন্ধু এখন জেলবন্দি, গরাদের ভিতরেই হতে পারেন আত্মঘাতী!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ড্য়ানি আলভেজ (Dani Alves) নিঃসন্দেহে এই প্রজন্মের অন্য়তম সেরা ডিফেন্ডার। ৪০ বছরে ব্রাজিলিয়ান শুধু জাতীয় দলের হয়েই নয়, সেভিয়া, বার্সেলোনা, জুভেন্তাস ও পিএসজি-র জার্সিতেও ঝলমল করেছেন। ব্রাজিলের হয়ে অলিম্পিক্স, কোপা আমেরিকা, কনফেডারেশনস কাপ জিতেছেন। ক্লাবের জার্সিতে লা-লিগা, চ্য়াম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, সেরি এ, ক্লাব বিশ্বকাপ জিতেছেন বারবার। 

আরও পড়ুন: WPL 2024 Beautiful Cricketers: রূপের ছটায় নায়িকাদেরও মানাবেন হার! ডব্লিউপিএল মাতাবেন যে ক্রিকেটাররা

অথচ এহেন আলভেজের জীবনে আজ নেমে এসেছে চরম অন্ধকার। মেসি-নেইমারের বন্ধুর ঠিকানা এখন বার্সেলোনার প্রিজনস অফ ব্রায়ানস টু! ধর্ষণ মামলায় বিচারাধীন ফুটবলার গতবছর থেকে জেলবন্দি। আলভেজ নাকি গরাদের ভিতরেই হতে পারেন আত্মঘাতী! এমনই চাঞ্চল্য়কর মন্তব্য় করেছেন আলেভেজের সঙ্গে একই জেলে কাটানো এক কয়েদি। আলভেজের জন্য় জেলে চালু হয়েছে অ্য়ান্টি সুইসাইড প্রটোকল! 

ব্রাজিলিয়ান তারকা ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ যে, ২০২২ সালের ৩০ ডিসেম্বর তিনি নাকি এক তরুণীকে নাইটক্লাবে ধর্ষণ করেছেন। আলভেজ দোষী প্রমাণিত হলে তাঁকে নয় বছর পর্যন্ত থাকতে হতে পারে জেলে। সুপিরিয়র কোর্ট অফ ক্যাটালোনিয়া আলভেজের মামলার বিচার করছে। অভিযোগকারী তরুণী পুলিসকে লিখিত রিপোর্টে জানিয়ে ছিলেন যে, আলভেজ আপত্তিকর ভাবে তাঁর শরীর স্পর্শ করেছিলেন। এমনকী ওই মহিলার প্যান্টের ভিতরেও হাত ঢোকান আলভেজ। কিন্তু বারবারই আলভেজ এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। ২০২২-২৩ মরসুমেও আলভেজ চুটিয়ে ফুটবল খেলেছেন। মেক্সিকোর পুমাস উনাম ক্লাবের জার্সিতে তাঁকে দেখা গিয়েছিল। 

কাতার বিশ্বকাপেও তিনি ছিলেন নেইমারদের টিমে। গত ডিসেম্বর ক্যামেরুনের বিরুদ্ধে ব্রাজিলের হয়ে খেলতে নেমে ইতিহাস লিখেছিলেন আলভেজ। তাঁর দেশের সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে খেলে রেকর্ড করেছিলেন। ব্রাজিল ফুটবলের ইতিহাসে ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে সবচেয়ে বেশি ৪৩টি ট্রফি জয়ের রেকর্ডও রয়েছে আলভেজের ঝুলিতে।

আরও পড়ুন: IPL 2024: মার্চেই শুরু আইপিএল! বেজে গেল ভুভুজেলা… এক ক্লিকেই জানুন এ টু জেড

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp)