Calcutta High Court: ‘এসএসসি অফিসে তালা মেরে দিন, এরাই তথ্য় প্রমাণ নষ্ট করে…’ জানালেন বিচারপতি

এসএসসি দুর্নীতি কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে। এসএসসির একাধিক প্রাক্তন কর্তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। তবে এবার গোথা হাইস্কুলে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে কড়া মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি সাফ জানিয়ে দেন, স্কুল সার্ভিস কমিশন ও মধ্য়শিক্ষা পর্ষদের অফিসে তালা লাগিয়ে দিন। এরাই তথ্য় প্রমাণ নষ্ট করেছে। 

গোথা হাইস্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার সকালে সিআইডির ডিআইজিকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এদিকে তদন্ত চালানোর সময় এক সরকারি আধিকারিকের চিঠি সামনে আসে। এদিকে মামলার শুনানিতে  সিআইডি আদালতে জানায়, গোথা হাইস্কুল সংক্রান্ত মামলায় স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে না। 

এদিকে সিআইডির কাছ থেকে এই বক্তব্য শোনার পরেই ক্ষুব্ধ হয়ে যান বিচারপতি। বিচারপতি প্রশ্ন করেন, সিআইডির উপর আমার আস্থা আছে। যদি এফআইআরে নাম থাকা অভিযুক্তদের গ্রেফতার করা না হয় তাহলে কি তদন্ত হচ্ছে না? 

সিআইডিকে বিচারপতির পরামর্শ, যদি কোনও কর্মীর নথি কমিশন বা পর্ষদের কাছ থেকে পাওয়া না যায় তাহলে সরাসরি স্কুলে যান। সেখান থেকে নথি সংগ্রহ করুন। এটা কি বিরাট কোনও কাজ? বিচারপতি প্রশ্ন করেন, আমি কি এখানে বসব নাকি আপনাদের সিটে যোগদান করব? কার্যত সিআইডির ভূমিকা নিয়েই বড় প্রশ্ন তুলে দেন বিচারপতি। 

তবে এদিন বিচারপতি জানিয়ে দেন, যাদের বিরুদ্ধে দুর্নীতি, যাদের নামে দুর্নীতির অভিযোগ আসছে তাদের কাছ থেকে বেতন ফেরত নেওয়া যায় কি না সেটা বিবেচনা করে দেখুন। 

এদিকে সার্বিকভাবে এর আগেও এসএসসির ভূমিকা নিয়ে অন্য মামলায় তোপ দেগেছিলেন বিচারপতিরা। তবে এবার গোথা হাইস্কুলের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় বিস্ফোরক মন্তব্য করলেন বিচারপতি। গোথা হাইস্কুলে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে কড়া মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি সাফ জানিয়ে দেন, স্কুল সার্ভিস কমিশন ও মধ্য়শিক্ষা পর্ষদের অফিসে তালা লাগিয়ে দিন। এরাই তথ্য় প্রমাণ নষ্ট করেছে।