INDIA Bloc Seat sharing: রায়বেরেলি, আমেথি, বারানসীতে লড়বে কংগ্রেস, সমাজবাদী পার্টির সঙ্গে কতগুলি আসনে সমঝোতা?

পঙ্কজ জয়সওয়াল ও উমেশ রঘুবংশী

অবশেষে কিছুটা হলেও স্বস্তি। লোকসভা ভোটের আগে অবশেষে কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্য়ে আসন সমঝোতা হল। উত্তরপ্রদেশে কংগ্রেস ১৭টি আসনে লড়াই করবে। আর মধ্য়প্রদেশে এসপি লড়াই করবে একটি আসনে। 

উত্তরপ্রদেশের বাকি আসনে লড়বে সমাজবাদী পার্টি। এই প্রথম ইন্ডিয়া ব্লকে আসন সমঝোতা নিয়ে একটা অগ্রগতি হল। লখনউতে একটি যৌথ সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয়েছে। একমাত্র খাজুরাওতে একটা আসনে লড়বে এসপি। এদিকে হিন্দুস্তান টাইমসে এর আগেই এনিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল। তবে একটাই মাত্র পরিবর্তন হয়েছে হাথরাসের জায়গায় একমাত্র সীতাপুর আসনটা কংগ্রেসকে দেওয়া হয়েছে।

এদিকে প্রায় ৪৮ ঘণ্টা ধরে এই আসন সমঝোতা নিয়ে পরস্পরের মধ্যে তীব্র আলোচনা হয়েছে। কংগ্রেসের ইউপির নেতা অবিনাশ পান্ডে জানিয়েছেন, কংগ্রেস ১৭টি আসনে লড়বে। বাকি ৬৩টি আসনে লড়বে এসপি। 

কংগ্রেসের জন্য যে ১৭টি আসন বরাদ্দ করা হয়েছে সেগুলি হল, রায়বেরিলি, আমেথি, বারানসী, কানপুর, ফতেপুর সিক্রি, বাঁশগাও, শাহারানপুর, প্রয়াগরাজ, মহারাজাগঞ্জ, আমরোহা, ঝাঁসি, বুলন্দশহর, গাজিয়াবাদ, মথুরা, সীতাপুর, বরাবাঁকি, দেওরিয়া কংগ্রেসকে দেওয়া হচ্ছে। 

এসপি রাজ্য সভাপতি নরেশ উত্তম পটেল জানিয়েছেন, এসপি মধ্য়প্রদেশে একটি আসনে প্রতীকে লড়বে। সেটা হল খাজুরাও। বাকি আসনগুলিতে এসপি কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবে। উত্তরপ্রদেশে কংগ্রেস লড়়বে ১৭টি আসন। আর এসপি চেষ্টা করে যাবে যাতে ওই আসনগুলিতে কংগ্রেস জিততে পারে। 

এদিকে এসপি এখনও পর্যন্ত প্রথম পার্টি যারা ইউপিতে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। ইউপিতে ৩১টি লোকসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আগামীদিনে আরও প্রার্থীর নাম তারা ঘোষণা করবে বলে জানিয়েছে। কিন্তু কংগ্রেস কবে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করবে?

অবিনাশ পান্ডে জানিয়েছেন, খুব শীঘ্রই প্রার্থীর নাম ঘোষণা করবে। প্রার্থীর নাম ঘোষণা করার ক্ষেত্রে একাধিক প্রতিক্রিয়া থাকে। সর্বভারতীয় কংগ্রেস কমিটির তরফে এই তালিকা পর্যালোচনা করা হবে। 

এদিকে কংগ্রেস জানিয়েছে, আমরা এক সঙ্গে লড়ব না। কিন্তু আমরা একসঙ্গে বিজেপিকে হারাব।