Madhyamik: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হাতেগরম ১০ টাকা করে অনুদান, পোর্টাল চালু করবে পর্ষদ, হবে কি এটা দিয়ে?

মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। এখন বেশ খুশি খুশি ব্যাপার। সেই চাপ আর নেই। তবে খুশির শেষ নয় এখানেই। সূত্রের খবর, আগেই ঘোষণা করা হয়েছিল মাধ্য়মিক পরীক্ষার্থী পিছু ১০ টাকা করে অনুদান দেওয়া হবে। এবার মধ্য়শিক্ষা পর্ষদ এনিয়ে পোর্টাল খুলে দিল। গত সেপ্টেম্বর মাসেই এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল পর্ষদ।

এবার এনিয়ে ফের নোটিফিকেশন জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সমস্ত অনুমোদিত স্কুলের প্রধানদের বলা হচ্ছে, ২১.০৯.২০২৩ এর নোটিফিকেশন অনুসারে ওই ১০ টাকা করে অনুদানের জন্য় এবার আপনারা আবেদন করতে পারেন। সমস্ত সফলভাবে পরীক্ষায় বসা নিয়মিত পরীক্ষার্থীদের জন্য এটা বরাদ্দ। মাধ্যমিক পরীক্ষা ২০২৪ এর পরীক্ষার্থীদের জন্য় এটা বরাদ্দ। শীঘ্রই এনিয়ে অনলাইন পোর্টালের কথা জানানো হবে। এই আবেদনের জন্য় ওই পোর্টালে আবেদন করা যাবে। পোর্টালটি শুরুর পর থেকে ৪৫দিন ধরে খোলা থাকবে। সময়ের মধ্যে যে স্কুল প্রয়োজনীয় তথ্য় ওই পোর্টালে জমা করবে তারা এই অনুদানটি পাবেন। সেই সঙ্গেই বলা হয়েছে এই অনুদানের প্রাথমিক লক্ষ্য় ছিল যাতে পরীক্ষার্থীদের কিছুটা স্বস্তি দেওয়া যায়। 

সেই সময় বলা হয়েছিল, মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য স্কুলের তরফে অনেক পদক্ষেপ করা হয়। এই আবহে ছাত্র পিছু ১০ টাকা করে দেওয়া হবে। পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য এই ১০ টাকা করে মাথাপিছু দেওয়ার কথা বলা হয়েছিল।

কিন্তু সেই সময়তেই প্রশ্ন উঠেছিল মাধ্য়মিক পরীক্ষার্থীদের ১০ টাকা করে দিয়ে আখেরে লাভটা কী হবে? মাত্র ১০ টাকা দিয়ে আজকাল কী হয়! তবে কি সর্বত্রই এভাবে টাকা বিলিয়ে মন কেনার চেষ্টা? ফলপ্রকাশের পরেই এই অনুদান দেওয়া হতে পারে।

সেই সময় পর্ষদের তরফে বলা হয়েছিল সামগ্রিক দিক থেকে বিষয়টি দেখা দরকার। এদিকে এবার প্রায় ১০ লাখ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সেক্ষেত্রে মাথা পিছু ১০ টাকা করে মানে ১ কোটি টাকা অনুদান দেওয়া হবে সব মিলিয়ে। কিন্তু মাথাপিছু ১০ টাকা দিয়ে হবে কী! এই ১০ টাকা দিয়ে কম পক্ষে একটা পেন হতে পারে। একটা ছোট জলের বোতল হতে পারে। কিন্তু এভাবে ১০ টাকা দেওয়ার অর্থ কী! এটা নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি ছড়িয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, মধ্য়শিক্ষা পর্ষদ যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটার মধ্য়েও এই ১০ টাকা দেওয়ার লক্ষ্য নিয়ে কিছুটা বিভ্রান্তি থেকেই গিয়েছে।