Mamata on English language: ইংরেজিটা ঠিক হচ্ছে তো? ভয়ে-ভয়ে থাকেন ভালো অফিসাররাও, ট্রেনিং দিচ্ছি, বললেন মমতা

ইংরেজিটা ঠিক হচ্ছে তো? কোনও ভুল নেই তো? তা নিয়ে আতঙ্কে থাকেন ভালো-ভালো অফিসাররাও। এমনই দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেটার জন্য বাম সরকারকে দুষলেন তিনি। বুধবার দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনি ইংরেজি শিখুন। কোনও আপত্তি নেই। আগে তো ইংরেজি শিখতে না দিয়ে ৩৪ বছরে (অনেকের ভিত দুর্বল করে দেওয়া হয়েছে)। অনেক ভালো-ভালো অফিসাররা অনেক ভালো-ভালো কাজ করেন। কিন্তু ইংরেজিতে ডাব করতে গেলে ভাবেন যে ভুল হয়ে যাচ্ছে না তো। আমরা তাঁদের ট্রেনিং দিচ্ছি।’ 

তবে ভবিষ্যতে বর্তমান প্রজন্মকে যাতে এরকম পরিস্থিতির মুখে পড়তে না হয়, সেজন্য যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ভবিষ্যতে আমাদের তরুণ প্রজন্ম যাতে বিপদে না পড়ে, তাই তাদের সব ভাষা জানা উচিত। এই কারণে ইংরেজি মাধ্যম (স্কুলগুলিকেও) আমরা সমান গুরুত্ব দিচ্ছি। নিজের ভাষাও বলব, অন্য ভাষাও বলব। অন্য ধর্মকে সম্মান করুন। সব মানুষকে সম্মান করুন।’

আরও পড়ুন: Mamata Shankar on Bengali language: ইংরেজিতে কেউ অটোগ্রাফ চাইলে দিই না, বাংলায় বললে তবেই দিই, জানালেন মমতা শংকর

বুধবার দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে সব মাতৃভাষার পক্ষেই সওয়াল করেন মমতা। তিনি জানান, সব ভাষার প্রতি সম্মান প্রদান করা উচিত। প্রত্যেকেরই নিজের মাতৃভাষার উপর জোর দেওয়া উচিত বলে জানান মমতা। তাঁর কথায়, ‘সব ভাষার নিজস্বতা আছে। সব ভাষাকেই আমরা সম্মান করি। ভাষাটা ঠিক বর্ণমালার মতো। একেবারে এ, বি, সি থেকে শুরু করে এ টু জেড। অ থেকে শুরু করে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণের মতো সব ভাষার ক্ষেত্রে নিজস্ব-নিজস্ব উপভাষা আছে।’

মমতা আরও বলেন, ‘আমাদের বাংলার বিশেষত্ব এটাই যে আমরা সবাইকে নিজেদের মতো মতপ্রকাশের স্বাধীনতা দিই। সব ভাষায় কথা বলা, সব ভাষাকে সম্মান জানানোর এবং সব ভাষাকে সম্মানিত করার জন্য আমরা সবসময় সবাইকে উৎসাহিত করি।’ সেইসঙ্গে মমতা জানান, বিভিন্ন ভাষায় তাঁর বই বেরিয়েছে। তিনি মনে করেন যে সব ভাষা গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে বাংলার সংস্কৃতিকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দেওয়ার চক্রান্ত চলছে। বাংলা সংস্কৃতির বৃক্ষবটকে ধ্বংস করে কোনওকিছু চাপানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘তুমি তাকে খলিস্তানি বলে দেবে?… আমিও অলচিকিতে লিখেছি…’ ভাষা দিবসে জানালেন মমতা