New dad Virat Kohli spotted in London after welcoming son Akaay with Anushka get to know

মুম্বই: গতকালই নিজের সোশ্যাল মিডিয়ায় সুখবর দিয়েছেন। দ্বিতীয়বার বাবা হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। বিরাটের স্ত্রী বলি অভিনেত্রী অনুষ্কার (Anushka Sharma) কোল আলো করে জন্ম হয়েছে পুত্র সন্তানের। যদিও গত ১৫ ফেব্রুয়ারি ছেলের জন্ম হলেও গতকাল সোশ্যাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন বিরুষ্কা। আর এবার সন্তান জন্মের পর প্রথমবার প্রকাশ্যে দেখা গেল কোহলিকে।

কিছুদিন আগেই শিল্পপতি হর্ষ নেওটিয়ার একটি ট্যুইট ভাইরাল হয়েছিল। সেখানে তিনি বলেছিলেন যে একজন দেশের বড় মাপের ক্রিকেটার ও বলি অভিনেত্রীর সন্তানের জন্ম হতে চলেছে লন্ডনে। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে সেই ট্যুইট। প্রত্যেকেই মনে করছিলেন যে লন্ডনের কোনও হাসপাতালে হয়ত সন্তানের জন্ম দিতে চলেছেন অনুষ্কা। এরপর গতকাল নিজেদের সোশ্যাল মিডিয়ায় দম্পতির পোস্ট ও তারপর বিরাটকে প্রকাশ্যে লন্ডনের রাস্তায় দেখতে পাওয়া। এই থেকে অনুমান করাই যায় যে লন্ডনের কোনও হাসপাতালেই হয়ত ছেলের জন্ম দিয়েছেন বলি অভিনেত্রী। সন্তানের নাম রেখেছেন বিরুষ্কা অকায়। 

ছবিতে দেখা যাচ্ছে লন্ডনে বিকেলবেলায় রাস্তায় বেরিয়েছেন বিরাট। একটি গাঢ় রংয়ের জ্যাকেট পরেছিলেন তিনি। সাদা রংয়ের একটি প্যান্ট পরেছিলেন তিনি। মাথায় ছিল কালো টুপি। ছবিতে বিরাটকে বেশ সিরিয়াস মুডেই দেখা গেল। 

ইংল্যান্ডের বিরুদ্ধে বর্তমানে টেস্ট সিরিজ খেলছ্র ভারতীয় দল। কিন্তু সেই সিরিজের শুরু থেকেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। প্রথমে দুটো ম্যাচের জন্য প্রথমে সরে দাঁড়িয়েছিলেন বিরাট। জানিয়েছিলেন ব্যক্তিগত কারণে সরছেন। তখনই আন্দাজ করা গিয়েছিল যে সন্তানসম্ভবা স্ত্রী-র পাশে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। পরে বাকি তিন টেস্ট থেকেও নিজেকে সরিয়ে নেন। এরই মাঝে একবার এবি ডিভিলিয়ার্স জানিয়েছিলেন যে বিরুষ্কা সন্তানের জন্ম দিতে চলেছেন, তাই তাঁরা বর্তমানে নিজেদের গোপনীয়তা রক্ষা করতে চান। অবশেষে জল্পনাই সত্যি হল। 

এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচে ইংল্যান্ড জয় ছিনিয়ে নিয়েছিল। দ্বিতীয় ম্যাচে বিশাখাপত্তনমে ভারত জয় ছিনিয়ে নেয়। সিরিজে সমতা ফেরায় তাঁরা। গত টেস্টে রাজকোটে তো একেবারে একপেশে লড়াই শেষে জয় পায় ভারত। ৪৩৪ রানের বিশাল ব্যবধানে বেন স্টোকসের দলকে হারিয়ে দেয় ভারত। 

আরও দেখুন