সন্দেশখালিতে এবার সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়!‌ বিজেপির কর্মসূচির পরই কি আসরে তৃণমূল?

সন্দেশখালি ইস্যুতে খালিস্তানি মন্তব্য করে ব্যাকফুটে গিয়েছে বঙ্গ–বিজেপি। তাদের আন্দোলন এখন জোর ধাক্কা খেয়েছে। কারণ দেশজুড়ে শিখরা পাল্টা প্রতিবাদে নেমে পড়েছে। এই আবহ থেকে বেরিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে চাইছে বিজেপি। তাই লোকসভা নির্বাচনের প্রাক্কালে নারী নির্যাতনকে সামনে নিয়ে এসে রাজনৈতিক ফায়দা তোলার কৌশল নিয়েছেন বঙ্গ–বিজেপির নেতারা। তাই এবার দলের মহিলা শাখাকে রাস্তায় নামার নির্দেশ দিয়েছে বিজেপি নেতৃত্ব। সুতরাং আগামীকাল, শুক্রবার বসিরহাট যাচ্ছে রাজ্য বিজেপির মহিলা মোর্চার এক প্রতিনিধি দল। বিজেপির কর্মসূচি শেষ হলেই তাদের মুখোশ খুলতে সন্দেশখালি যাবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। যা নিয়ে শুরু হয়েছে চর্চা।

এদিকে শেখ শাহজাহানকে নিয়ে ইতিমধ্যেই ঘনিষ্ঠমহলে মুখ খুলেছেন অভিষেক বদ্যোপাধ্যায়। রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেফতার করার ক্ষমতা রাখে সেটা নিয়ে তিনি মতপ্রকাশ করেছেন। আর তারপরই সেখানে পৌঁছে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সুতরাং অ্যাকশন শুরু হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। গোটা অপারেশনটা শেষ হতে চলেছে বলে মনে হচ্ছে। তারপরই সন্দেশখালি সফরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। আগামী ১০ মার্চের মধ্যে সন্দেশখালিতে সভা করবেন ডায়মন্ডহারবারের সাংসদ বলে সূত্রের খবর। লোকসভা নির্বাচনের মুখে এই সভা থেকে বিজেপির মুখোশ খুলে দেবেন তিনি।

অন্যদিকে সন্দেশখালি নিয়ে নানা তথ্য জোগাড় করে ফেলেছেন অভিষেক। বিজেপির আসলে পরিকল্পনা কী ছিল?‌ তারা ঠিক কী ছক কষেছিল?‌ কারা এসবের পিছনে জড়িত?‌ সব প্রশ্নের টানটান জবাব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তার সঙ্গে দেবেন প্রমাণও। থাকবে খালিস্তানি মন্তব্যের ইস্যু। সব ঠিক থাকলে ওই সভায় দেখানো হবে একের পর এক ভিডিয়ো ফুটেজ। যা জোগাড় করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ। আর তাতেই হাটে হাঁড়ি ভাঙবে বিজেপির বলে সূত্রের খবর। সন্দেশখালি কাণ্ডে শিবু হাজরা, উত্তর সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। এবার পালা শেখ শাহজাহানের। তারই অপারেশন প্ল্যান করতে সন্দেশখালি গিয়েছেন রাজীব কুমার। রাতে সেখানেই থেকে এবার ফিরবেন।

আরও পড়ুন:‌ দুর্গাপুরে নিখোঁজের পোস্টার পড়ল বিজেপি বিধায়ক–সাংসদের, বিপদে মানুষের পাশে নেই অভিযোগ

এছাড়া সন্দেশখালি কাণ্ডে কয়েকজন আদিবাসী বধূ শেখ শাহজাহানদের লালসার শিকার হয়েছেন বলে বিজেপির অভিযোগ। তাই এই অভিযোগকে সামনে রেখে আদিবাসী সম্প্রদায়ের মানুষের প্রতি সহানুভূতি জানাতে আগামী শনিবার সন্দেশখালি যাচ্ছে বিজেপির এসটি মোর্চা। সুতরাং জোড়া কর্মসূচি নিচ্ছে বিজেপি। এক, মহিলা মোর্চার সফর। দুই, এসটি মোর্চার সফর। তার আগেই অভিষেকের মতে, ‘‌আদালত যদি রাজ্য পুলিশকে দায়িত্ব দেয়, তাহলে ১০ দিনের মধ্যে গ্রেফতার হবে শেখ শাহাজাহান।’‌ এই মতামত সামনে আসার পরই ডিজি হাজির হয়েছেন সন্দেশখালিতে। তবে অভিষেকের সভা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‌এই সভার উদ্দেশ্য শেখ শাহাজাহানদের রক্ষা করা। শেখ শাহাজাহানকে যদি রক্ষা করা যায় তাহলে নির্বাচনে তৃণমূলকে ভোট লুঠ করতে সাহায্য করবে।’‌