সিভিক ভলান্টিয়ারের আত্মহত্যায় স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ পরিবারের

বাড়ি থেকে উদ্ধার সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ স্ত্রী ও শ্বশুরবাড়ির নির্যাতনে আত্মঘাতী হয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে নিউ টাউনের হাতিয়াড়ায় নিজের ঘর থেকে উদ্ধার হয় কৌশিক দেবনাথ নামে লেক টাউন ট্রাফিক গার্ডের ওই সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ। ঘটনার তদন্তে নেমেছে ইকো পার্ক থানার পুলিশ।

আরও পড়ুন: জবাবদিহি চেয়েছিলেন ফিরহাদ, এবার তৃণমূল কাউন্সিলর অনন্যার বিরুদ্ধে দায়ের এফআইআর

নিহত কৌশিকবাবুর দিদি জানিয়েছেন, ১ বছর আগে হঠাৎই আমার ভাইয়ের স্ত্রী আমাদের বাড়িতে চলে আসেন। নিজের মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে ফিরে যাবেন না বলে জানান তিনি। আমরা দাঁড়িয়ে থেকে তখন ভাইয়ের বিয়ে দিই। বিয়ের পর থেকে নানা বিষয়ে ভাইকে চাপ দিচ্ছিলেন ওই তরুণী। গত ২০ জানুয়ারি ভাইয়ের শ্বশুরমশাই এসে মেয়েকে নিয়ে যান। সাত দিনের জন্য নিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। তার পর বাপের বাড়িতে বসেই ভাইয়ের ওপর অত্যাচার শুরু করে স্ত্রী। ফোনে ভাইকে নানা ভাবে অপমান করতে শুরু করে সে ও তাঁর মা। গত ১৪ ফেব্রুয়ারি স্ত্রীকে উপহার দিতে শ্বশুরবাড়ি গেলে তাঁকে অকথ্য গালিগালাজ করা হয়।

আরও পড়ুন: কলকাতা পুরসভার হলুদ লাইনকে থোরাই কেয়ার, নতুন করে বসে পড়ল হকাররা

তিনি আরও জানিয়েছেন, শুধু ভাইকে নয়, আমার মাকেও গালাগালি করেছে ওই মেয়ে। এমনকী আমরা বার বার তাঁকে ফিরে আসতে বলায় আমাদের নম্বর ব্লক করে দিয়েছে। শাঁখা খুলে ফেলেছে, সিঁদুর মুছে ফেলেছে। আমার ভাইয়ের সঙ্গে আর সংসার করবে না বলে জানিয়ে দিয়েছে।

লাগাতার মানসিক চাপ সহ্য করতে না পেরে আমার কৌশিক আত্মঘাতী হয়েছে বলে জানিয়েছেন তিনি। সঙ্গে অভিযুক্ত বধূর শাস্তি দাবি করেছে পরিবার।