Bangla Jokes Collection: হাসলে শরীর ভালো থাকে, সকাল সকাল পড়ুন দিনের সেরা ৫ জোকস, আর প্রাণভরে হাসুন

১। রেগে অগ্নিশর্মা হয়ে অফিসের বস তাঁর নতুন সেক্রেটারিকে বলছেন, আমার টেবিলে যে ধুলোর আস্তরণ ছিল, তা গেল কোথায়? আমি তো সেই ধুলোর মধ্যে কয়েকটা টেলিফোন নম্বর লিখে রেখেছিলাম!

(আরও পড়ুন: সপ্তাহের প্রথম কাজের দিন, আজ তো হাসতেই হবে! পড়ুন দিনের সেরা ৫ জোকস)

২। প্রথম ব্যক্তি: আমাকে ১০০ টাকা ধার দেবে ?

দ্বিতীয় ব্যক্তি: দিতে পারি। কবে ফেরত দেবে ?

প্রথম ব্যক্তি: তিন দিন পর।

দ্বিতীয় ব্যক্তি: যদি না দাও তা হলে কিন্তু তোমার সাথে আর কোনদিন কথা বলবনা।

প্রথম ব্যক্তি: তা হলে ৫০০ টাকা দাও।

(আরও পড়ুন: রবিবার মানে ছুটির দিন, রবিবার মানে মজায় থাকার দিন, পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৩। স্কুল পড়ুয়া দুই বন্ধুর পরীক্ষার শেষে স্কুল মাঠে দেখা-

প্রথম বন্ধু: কী রে, পরীক্ষা কেমন হল?

দ্বিতীয় বন্ধু: পরীক্ষা ভালো হয়নি রে ভাই ! তবে ৫ নম্বর নিশ্চিত পাবো ।

প্রথম বন্ধু: কীভাবে ?

দ্বিতীয় বন্ধু: পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ছিল ৫ নম্বর ! তাই আমি পরীক্ষার খাতায় কলমের একটা আচড়ও দেইনি ! তাই ৫ নম্বর নিশ্চিত পাবো।

প্রথম বন্ধু: হায়! সর্বনাশ হয়েছে— আমি ও তো তোর মতো পরীক্ষার খাতায় কলমের একটা আচড়ও দিইনি! আমাদের দুই জনের খাতাই একই রকম দেখলে, টিচার মনে করবে না যে আমরা দুজনে নকল করেছি!

(আরও পড়ুন: আজ একটা বিন্দাস হাসার দিন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর শনিবারে হাসুন প্রাণভরে)

৪। গদা: কখনো কি ‘না’ আর ‘আমিও না’ নিয়ে কোনও জোকস শুনছিস?

পদা: না

গদা: আমিও না।

(আরও পড়ুন: সরস্বতী পুজো, সঙ্গে ভ্য়ালেনটাইনস ড! আজকের দিনে হাসতেই হবে, পড়ুন সেরা ৫ জোকস)

৫। দেয়ালে সাঁটানো পোস্টার পড়াটা হাবলুর অভ্যাস হয়ে গিয়েছে। রাতের বেলায় ল্যাম্পপোস্টের খুঁটির একটু উপরে একটি পোস্টার দেখে থমকে দাঁড়াল হাবলু। কিন্তু বিদ্যুৎ না থাকায় সে কিছুতেই ওই পোস্টারটি পড়তে পারছিল না। সকাল হলে কেউ না কেউ পোস্টারটি ছিঁড়ে ফেলবে, এই ভয়ে সে ভাবল, খুঁটির ওপরে উঠে মোবাইলের আলো দিয়েই সে পোস্টারটি পড়বে। 

যেই ভাবা সেই কাজ। হাবলু তরতর করে ওই খুঁটির ওপরে উঠে গেল। খুঁটির ওপরে উঠেই মোবাইলের আলো জ্বালিয়ে হাবলু পোস্টারে পড়ল, ‘এই খুঁটিতে আজকেই নতুন রং করা হয়েছে। দয়া করে কেউ হাত দেবেন না।’