Lover Rejected by Partner: প্রেমিকের অনুরোধে লিঙ্গ পরিবর্তন করে প্রেমে প্রত্যাখ্যাত! অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ যুবক

প্রেমিক করেছিলেন অনুরোধ। সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে, তাঁর কথা শুনে ২৮ বছর বয়সী যুবক নিজের লিঙ্গ পরিবর্তন করেন। লিঙ্গ পরিবর্তনের পর ওই যবুককে আর মনে ধরেনি প্রেমিকের। ফলে প্রেমে কার্যত প্রত্যাখ্য়াত হন ২৮ এর যুবক। ঘটনা ইন্দোরের। গোটা ঘটনা ঘিরে পুলিশের দ্বারস্থ হয়েছেন যুবক।

ইন্দোরের ওই যুবকের ঘটনায় অভিযুক্ত বৈভব শুক্লা উত্তরপ্রদেশের বাসিন্দা। পুলিশ তাঁকে চিহ্নিত করেছে। জানা যাচ্ছে। প্রেমে প্রত্যাখ্যাত যুবকের সঙ্গে বৈভবের আলাপ ২০২১ সালে। তাঁরা সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে পরিচিত হন। এদিকে, বৈভব দাবি করেন, যদি ওই যুবক তাঁর লিঙ্গ পরিবর্তন করে নেন, তাহলে তাঁকে বিয়ে করবেন। প্রেমিকের অনুরোধ রাখতে নিজের লিঙ্গ পরিবর্তনেও পাছপা হননি ঘটনার শিকার যুবক। তাঁর চোখে তখন বিয়ের স্বপ্ন। যাতে প্রেম পরবর্তী পর্যায়ে পরিণতি পায়, সেদিকে তাকিয়ে তিনি লিঙ্গও পরিবর্তন করেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। পরে বৈভব তাঁকে ছেড়ে গিয়েছেন বলে অভিযোগ। যুবক বলছেন, ‘ বৈভব শুক্লার অনুরোধ অনুসারে আমি লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করি। আর তা করেছি, বিয়ের জন্য তাঁর প্রতিশ্রুতিতে বিশ্বাস করে। যাইহোক, সে শুধু তাঁর প্রতিশ্রুতি থেকে সরে আসেননি, আমার সাথে অস্বাভাবিক কাজও করেছেন।’ আর কোন উপায় না থাকায়, ঘটনার শিকার ব্যক্তি বিজয় নগর পুলিশের কাছে গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

( Fish bone Problem: মাছের কাঁটা গলায় বিঁধে যন্ত্রণা? ঝটপট বের করতে এই ৭ ঘরোয়া উপায় দেখে নিন)

 ( সঙ্গমে স্বামীর অনীহা ২ বছর ধরে! ব্যক্তির বিরুদ্ধে FIR দায়ের স্ত্রীর, কেস রেজিস্টার কোন কোন ধারায়?)

যুবক বলছেন, ‘ আমি অস্ত্রোপচারের জন্য একটি বড় অঙ্কের টাকা ব্যয় করেছি এবং এখন আমি হতাশায় রয়েছি। আমি কর্তৃপক্ষকে বৈভব শুক্লার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’ পুলিশ জানিয়েছে, নির্যাতিত যুবক প্রায় তিন বছর আগে ইনস্টাগ্রামে অভিযুক্ত বৈভব শুক্লার সঙ্গে পরিচিত হন। তাঁদের মধ্যে সম্পর্ক ছিল এবং অভিযুক্ত শুক্লা যুবককে বিয়ের অজুহাতে লিঙ্গ পরিবর্তন করতে রাজি করান। এখানেই শেষ নয়। বৈভবের বিরুদ্ধে অভিযোগ আরও গুরুতর। এছাড়াও অস্বাভাবিক যৌন সম্পর্কে লিপ্ত হওয়া, এবং পরে বিয়ে করতে অস্বীকার করার মতো অভিযোগ রয়েছে বৈভবের বিরুদ্ধে। তিনি নির্যাতিতাকে মারাত্মক পরিণতির হুমকিও দেন। জানা গিয়েছে, বৈভব শুক্লার বিরুদ্ধে ৩৭৭, ৫০৬ ধারায় মামলা দায়ের হয়েছে।