Nandigram: শালিসি সভায় মহিলাকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় প্রাণনাশের হুমকি, কাঠগড়ায় BJP নেতা

পারিবারিক বিবাদের সমাধানের নামে শালিসি সভা ডেকে প্রথমে টাকা লুঠ, পরে সেই টাকা ফেরত পেতে মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ বিজেপি নেতাদের বিরুদ্ধে। কুপ্রস্তাবে রাজি না হলে মহিলাকে ‘সন্দেশখালির মতো ধর্ষণ’ করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এই অভিযোগকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে নন্দীগ্রাম। ঘটনার কথা জানিয়ে পুলিশে FIR করেছেন মহিলা। ঘটনার পর থেকে বাড়ি ছাড়া মহিলা ও তাঁর স্বামী।

আরও পড়ুন: জবাবদিহি চেয়েছিলেন ফিরহাদ, এবার তৃণমূল কাউন্সিলর অনন্যার বিরুদ্ধে দায়ের এফআইআর

নির্যাতিতার দাবি, পারিবারিক একটি বিবাদ নিয়ে এলাকায় শালিসি সভার ডাক দেওয়া হয়েছিল। সেই সভায় তাঁকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ, পাড়ার মাতব্বরেরা নিদান দেন, টাকা ফেরত পেতে গেলে মহিলাকে সহবাস করতে হবে। এই প্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে মাতব্বররা হুমকি দিয়ে বলে, ‘সন্দেশখালির মতো ধর্ষণ করব’। এর পরই আতঙ্কে বাড়ি ছাড়েন মহিলা ও তাঁর স্বামী। সাত জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা।

এই ঘটনায় বিজেপি নেতারা যুক্ত বলে দাবি করে তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় বিজেপি যুক্ত। তারাই এলাকায় শালিসি সভা ডেকেছিল। ঘটনার পর থেকে আতঙ্কে এলাকা ছাড়া ওই দম্পতি।

আরও পড়ুন: কলকাতা পুরসভার হলুদ লাইনকে থোরাই কেয়ার, নতুন করে বসে পড়ল হকাররা

অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা বলেন, এটা একটা পারিবারিক বিবাদের ঘটনা। শালিসি সভায় যদি কেউ এই ধরণের কথা বলে থাকে তাহলে পুলিশকে বলব তার শাস্তির ব্যবস্থা করতে। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।

হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম অধিকারী জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। তদন্ত করছেন পুলিশ আধিকারিকরা।