Piles Symptoms Causes and treatment

কলকাতা: পাইলস এমন একটি সমস্যা যা নিয়ে অনেকেই কথা বলতে বিব্রত বোধ করেন। অথচ এই সমস্যার সঠিক সময়ে রেহাই না হলে পরিস্থিতি গুরুতর হয়। এমনকি অন্যান্য শারীরিক জটিলতাও দেখা দিতে পারে। পাইলসের আরেক নাম হেমারয়েডস। কিন্তু এই জটিল রোগ হলে বোঝার উপায় কী। কী কী লক্ষণ দেখা যায় ?  কী করলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায় ?  এই বিষয়েই এবিপি লাইভের সঙ্গে বিস্তারিত কথা বললেন ফর্টিস হাসপাতালের গ্যাস্ট্রো সার্জেন চিকিৎসক উদীপ্ত রায়

পাইলসের লক্ষণ (Piles Symptoms)

  • এক্সটারনাল অর্থাৎ বাইরের দিকে পাইলস হলে মলদ্বার অংশে প্রদাহ হয়। 
  • মলদ্বার কিছু ক্ষেত্রে ফুলে যেতে পারে। ফুলে তা বাইরের দিকে বেরিয়ে আসে।
  • আর্দ্রভাব থাকার কারণে চুলকানিও হয়।
  • পাইলস যেমন বাইরে হয়। তেমনই ভিতরেও হতে পারে। একে ইন্টারনাল হেমারয়েড বলে। 
  • এছাড়াও, পাইলস আকারে বড় হলে মলদ্বারের প্রদাহ হয়।
  • পাইলস এ ব্যথা হয়না। একমাত্র জটিলতা সৃষ্টি হলেই ব্যথা হয়।

পাইলস কেন হয় (Piles Reason) ? 

  • দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকলে এই সমস্যা হতে পারে।
  • নিয়মিত মলত্যাগের সময় বেশি শক্তি প্রয়োগ করতে হলে পাইলসের সমস্যা ধীরে ধীরে দেখা দেয়।
  • অনেকের ক্রনিক কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া থাকে। তাদের পাইলসের আশঙ্কা বেশি।
  • বেশি ওজন যাদের, তাদের এই সমস্যা দেখা যায়।
  • কম ফাইবারযুক্ত খাবার খাওয়ার অভ্যাস অনেকের। এই অভ্যাস দীর্ঘদিন থাকলে পাইলস হতে পারে। 

মহিলাদের আশঙ্কা বেশি

একাধিক গবেষণায় দেখা গিয়েছে, পাইলসের সমস্যা পুরুষদের থেকে মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। তবে মহিলাদের সমস্যা প্রায়ই প্রকাশ্যে আসে না। হরমোনের ওঠানামা ও গর্ভাবস্থা পাইলসের কারণে দায়ী থাকে। হরমোনের ওঠানামায় বাওয়েল মুভমেন্ট ঠিকমতো হয় না।

কী করলে কমবে (Piles Remedies) ?

চিকিৎসক উদীপ্ত রায়ের কথায়, পাইলস মানেই সবসময় অস্ত্রোপচার করতে হয় না। বরং তা ছাড়াও রোগটি সারিয়ে ফেলা সম্ভব।  দৈনিক অভ্যাসে কিছু বদল আনলেই এই সমস্যা সামাল দেওয়া সম্ভব।

  • বেশি করে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে।
  • নিয়মিত জল খেতে হবে। এতে মলত্যাগের সময় সমস্যা কমে।
  • পাইলসের সমস্যা কমাতে ব্যায়াম বেশ কার্যকর। তাই রোজ শরীরচর্চা করা জরুরি।
  • ধূমপান ও মদ্যপান পাইলসের সমস্যাকে বাড়িয়ে দেয়। এই দুই অভ্যাস ত্যাগ করা জরুরি।
  • পাইলস সারাতে রেগুলার বাওয়েল হ্যাবিট থাকা জরুরি। অর্থাৎ নিয়মিত পেট সাফ হওয়া দরকার।

আরও পড়ুন – Stomach Issues: পেটের নিত্য গোলযোগে ভোগেন অনেকে, নেপথ্যে ব্রেন ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন