Sachin Tendulkar Plays Cricket In Kashmir, Poses For Selfie, Video Goes Viral

কাশ্মীর: আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন ১১ বছর। তাও সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) জনপ্রিয়তায় যে এতটুকুও ভাটা পড়েনি, তা নতুন করে বলার কিছু নেই। সম্প্রতি বিমানে ‘ক্রিকেট ঈশ্বর’র দর্শন পেয়ে উঠেছিল সচিন, সচিন শব্দব্রহ্ম। এবার নতুন এক ভিডিওয় সচিনকে ভূস্বর্গে চুটিয়ে ব্যাটিং করতে দেখা গেল।

সচিন সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও শেয়ার করেছেন যেখানে তাঁকেকাশ্মীরের (Kashmir) রাস্তায় ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে সচিন নিজের গাড়ি থামিয়ে রাস্তায় একদল ব্যক্তিকে তাঁদের সঙ্গে খেলায় যোগ দিতে পারেন কি না প্রশ্ন করেন। তারপরেই চলে ব্যাটিং। একেবারে অনবদ্য টাইমিংয়ের সঙ্গে স্ট্রেট ড্রাইভ মারতে, ফ্রন্ট ফুট ডিফেন্স করতে দেখা যায় ‘মাস্টার ব্লাস্টার’কে। এমনকী ভিডিওর শেষের অংশে ব্যাটের হাতল দিয়েও অনবদ্য কভার ড্রাইভ খেলেন সচিন।

 

 

সচিনের ব্যাটিংয়ের ব্যাকগ্রাউন্ডের কাশ্মীরের পাহাড়ের অপরূপ দৃশ্য। নেটিজেনদের মধ্যে স্বাভাবিকভাবেই এই ভিডিও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। সচিন এই ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘ক্রিকেট এবং কাশ্মীর, স্বর্গে তৈরি হওয়া এক জুটি।’ ভূস্বর্গে ক্রিকেট খেলার পাশাপাশি জনসাধারণের সঙ্গে হাসিমুখে সেলফিও তোলেন সচিন তেন্ডুলকর। সচিনের পোস্ট করা ভিডিওটিতে তাঁর পাশাপাশি স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরকেও দেখা গিয়েছে।  

দিনকয়েক আগেই সচিন সোশ্যাল মিডিয়ায় আরও এক ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে দেখা যাচ্ছে যে বিমানের জানলা দিয়ে বাইরের ছবি তুলছেন মাস্টার ব্লাস্টার। সোশ্যাল মিডিয়ায় এরপরই একটি ক্লিপ ভাইরাল হয়, সেখানে দেখা যায় সস্ত্রীক বিমানের ইকনমিক ক্লাসে সফর করছেন সচিন। প্রিয় ক্রিকেটারকে দেখে বিমানের প্রত্যেক যাত্রীই সচিন সচিন করে চিৎকার করে ওঠেন। পাল্টা তাঁদের অভিবাদন কুড়িয়ে নেন সচিন। ধন্যবাদও জানান সবাইকে। 

ভারতের জার্সিতে যতবার মাঠে নামতেন মাস্টার ব্লাস্টার (Master Blaster)। তখনই এমনভাবে গোটা গ্যালারি সোচ্চার হত। কিন্তু এবার মাঝ আকাশেই শোনা গেল সচিন সচিন রণধ্বনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: চোট ‘বাহানা’য় ম্যাচ না খেলার সিদ্ধান্ত! শ্রেয়সের কাণ্ডে বিতর্ক, বোর্ডকে চিঠি এনসিএ প্রধানের